দুষ্কৃতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা বদ্ধপরিকর--তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড.হাসান মাহমুদ

We are determined to take action against the perpetrators - Information and Broadcasting Minister Dr. Hassan Mahmood

দুষ্কৃতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা বদ্ধপরিকর--তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড.হাসান মাহমুদ

তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা যখন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, মুজিব শতবর্ষ পালন করছি, তখন ২৬ থেকে ২৮ মার্চ সারা দেশে হেফাজতের ব্যানারে তাণ্ডব চালানো হলেও এতে অংশগ্রহণ ছিল বিএনপি-জামায়াতের বলে প্রতীয়মাণ হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মাঝেমধ্যে তাঁরা দেখা করেন এবং করতেই পারেন। কিন্তু, দেখা সাক্ষাতের কারণে দুষ্কৃতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ বন্ধ হবে না। কারণ, দুষ্কৃতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা বদ্ধপরিকর।’

ক্রাইম ডায়রি নিউজ ডেস্কঃ

আওয়ামী লীগের দুঃসময়ের কান্ডারী ও নিজের সুখ ত্যাগ করে দলের প্রতি নিবেদিত প্রাণ বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড.হাছান মাহমুদ বলেছেন, দেশবিরোধী সব রাজনৈতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে আওয়ামীলীগের নেতাকর্মীরা ভ্যানগার্ড হিসেবে কাজ করবে।

৬মে,২০২১ইং বুধবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির ভাষণে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী। করোনা মহামারির এই পরিস্থিতির মধ্যেও দেশবিরোধী ষড়যন্ত্র থেমে নেই উল্লেখ করে অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা যখন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, মুজিব শতবর্ষ পালন করছি, তখন ২৬ থেকে ২৮ মার্চ সারা দেশে হেফাজতের ব্যানারে তাণ্ডব চালানো হলেও এতে অংশগ্রহণ ছিল বিএনপি-জামায়াতের বলে প্রতীয়মাণ হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মাঝেমধ্যে তাঁরা দেখা করেন এবং করতেই পারেন। কিন্তু, দেখা সাক্ষাতের কারণে দুষ্কৃতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ বন্ধ হবে না। কারণ, দুষ্কৃতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা বদ্ধপরিকর।’

মঙ্গলবার রাতে ধানমন্ডিতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে হেফাজতের একটি প্রতিনিধি দল যায়। হেফাজতে ইসলামের সাম্প্রতিক আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে যে গ্রেপ্তার অভিযান চলছে, তা বন্ধ করতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করেছেন হেফাজত ইসলাম এর উদ্ধর্তন নেতারা।

ক্রাইম ডায়রি//জাতীয়