বগুড়ায় ভূয়া চিকিৎসক আটকঃ লাখ টাকা জরিমানা

ভুয়া গাইনি চিকিৎসক মনোয়ারা বেগম একজন অবসরপ্রাপ্ত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার।

বগুড়ায় ভূয়া চিকিৎসক আটকঃ লাখ টাকা জরিমানা
ছবি-ক্রাইম ডায়রি

জাকির হোসেন রনি, বগুড়া হতেঃ

ভুয়া চিকিৎসক নতুন কিছু নয়। কারন ভাল জিনিসেরই নকল বের হয় বেশি। তবে এসব ভুয়াদের আইনের আওতায় আনতে প্রশাসনও যথেষ্ট তৎপর। এরই ধারাবাহিকতায়, বগুড়ার কাহালু উপজেলায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ভুয়া চিকিৎসকের ১ লাখ টাকা জরিমানা ও ভবিষ্যতে চিকিৎসা না করার অঙ্গিকার নামা নিয়েছেন।

জুলাই ৫, ২০২৩ইং বুধবার দুপুরে উপজেলার কাহালু থিয়েটার সড়কে স্টার বিল্ডিংয়ের ৩য় তলায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু মুসা।

অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু মুসা বলেন, ভুয়া গাইনি চিকিৎসক মনোয়ারা বেগম একজন অবসরপ্রাপ্ত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার। তিনি ডাক্তার না হয়েও গাইনি ডাক্তার পরিচয়ে প্রতিদিন চেম্বারে বসে রোগী দেখেন। সম্প্রতি রোগীদের ভুল চিকিৎসা দেওয়ার অভিযোগ পাওয়া যায়। সেই অভিযোগের ভিত্তিতে তার চেম্বারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে রোগীসহ তাকে হাতেনাতে ধরা হয়।

তিনি আরও বলেন, ভুয়া ডাক্তার সেজে রোগী দেখা ও ভুল চিকিৎসা দেওয়ার অভিযোগে মনোয়ারা বেগমকে এক লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া ডাক্তার পরিচয় ব্যবহার করে চেম্বারে বসে আর রোগী দেখবে না ও চিকিৎসা করবে না মর্মে মনোয়ারা বেগমের থেকে অঙ্গীকারনামা নেওয়া হয়েছে। এ অভিযান চলাকালে কাহালু উপজেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মাশরুরুল আলম জাকি ও কাহালু থানার এসআই নাজমুল হকসহ স্থানীয় জনগনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

ক্রাইম ডায়রি/ক্রাইম/আদালত