আরাভ খান গ্রেফতার হননি, সময়মতো জানতে পারবেন- পররাষ্ট্র প্রতিমন্ত্রী 

আরাভ খান ঢাকায় পুলিশ কর্মকর্তা মামুন ইমরান খান হত্যা মামলার অন্যতম আসামি। তার প্রকৃত নাম রবিউল ইসলাম।

আরাভ খান গ্রেফতার হননি, সময়মতো জানতে পারবেন- পররাষ্ট্র প্রতিমন্ত্রী 
ছবি- অনলাইন হতে সংগৃহীত

বাংলাদেশের আসামি কোনো বন্ধু রাষ্ট্রে গিয়ে যদি রাজনৈতিক আশ্রয়ে না থাকে তাহলে কোনো কারণে মুক্ত থাকার পরিস্থিতি থাকে না।

অনলাইন ডেস্ক:

 দু’দিন আগেও যার নাম পর্যন্ত কেউ জানতোনা সেই আরাভ খান অরফে পুলিশ কর্মকর্তা হত্যা মামলার পলাতক আসামি রবিউল ইসলামকে নিয়ে এখন নানা গুঞ্জন ও উৎকন্ঠা্য় দেশবাসী। দেশের একজন পুলিশ কর্মকর্তা হত্যার আসামি হয়েও পালিয়ে যাওয়া এবং আলাদিনের আশ্চর্য্য  প্রদীপের সাহায্যে মুহুর্তের মধ্যে বিশ্বসেরা ধনীর তালিকায় আসা আরাভ খান দুবাইয়ে গ্রেফতার হননি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। মঙ্গলবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এদিন দুপুরে দুবাইয়ে আরাভ খানের গ্রেফতারের গুঞ্জন নিয়ে দেশের কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ‍দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিকরা। প্রতিমন্ত্রী বলেন, আমি এটুকুই বলতে পারি যে, বাংলাদেশের আসামি কোনো বন্ধু রাষ্ট্রে গিয়ে যদি রাজনৈতিক আশ্রয়ে না থাকে তাহলে কোনো কারণে মুক্ত থাকার পরিস্থিতি থাকে না।

তাহলে আরাভ কি গ্রেফতার হয়েছেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না সে (আরাভ খান) অ্যারেস্ট হয়নি।  এটা এখনও আনফোল্ডিং, আপনারা সময় মতো জানতে পারবেন। আরাভের গ্রেফতারের খবর সত্য নয়। 

এরপর রাতে আরাভ খান নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লেখেন, ‘আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সহায় হন’।

গত ১৫ মার্চ আরাভ খানের দুবাইয়ে স্বর্ণের দোকান উদ্বোধন করতে যান জাতীয় ক্রিকেট দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান, নায়িকা দীঘি এবং ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম। এরপরই আরাভ খানের বিষয়টি তুমুল আলোচনায় আসে। জানা যায়, আরাভ খান ঢাকায় পুলিশ কর্মকর্তা মামুন ইমরান খান হত্যা মামলার অন্যতম আসামি। তার প্রকৃত নাম রবিউল ইসলাম। পুলিশ মামলার আসামি হওয়ার পর পালিয়ে ভারতে আশ্রয় নেন। সেখানে বস্তিতে থেকে ভারতীয় পাসপোর্টে ‍দুবাই চলে যান।

ক্রাইম ডায়রি// ক্রাইম