অনলাইন জুয়ার ভয়াবহতাঃ বন্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ জাতীয় সংসদে

অভিভাবকদের অগোচরে এর ভয়াবহতা এখন মাদকের চেয়েও মারাত্বক রুপ নিয়েছে। খেলার প্রবণতা বাড়ছে জানিয়ে তা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপারিশ করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

অনলাইন জুয়ার ভয়াবহতাঃ বন্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ জাতীয় সংসদে
ছবি- অনলাইন হতে সংগৃহীত

 দেশের সব স্টেডিয়ামকে খেলাধুলার মাঝে রাখার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়।

এ্যাডভোকেট সাখাওয়াত হোসেনঃ

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে দেশে অনলাইনে জুয়া খেলা এখন ভয়াবহ রুপ ধারন করছে। সবচেয়ে বেশি ক্ষতির মধ্যে পড়েছে কোমলমতি শিশুরা। অভিভাবকদের অগোচরে এর ভয়াবহতা এখন মাদকের চেয়েও মারাত্বক রুপ নিয়েছে। খেলার প্রবণতা বাড়ছে জানিয়ে তা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপারিশ করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

জুলাই ২৪,২০২২ইং রোববার জাতীয় সংসদে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। 

এতে বলা হয়, বিভিন্ন ওয়েবসাইট ব্যবহার করে অনলাইনে জুয়া খেলা বন্ধ করতে তথ্য যোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর সঙ্গে আলোচনার মাধ্যমে বৈঠকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। দেশের সব স্টেডিয়ামকে খেলাধুলার মাঝে রাখার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের সভাপতিত্বে বৈঠকে আরও অংশ গ্রহণ করেন কমিটির সদস্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, আবদুস সালাম মূর্শেদী, জুয়েল আরেং এবং জাকিয়া তাবাসসুম।

ক্রাইম ডায়রি//জাতীয়