বাংলাদেশে করোনাভাইরাস শনাক্ত, আক্রান্ত ৩
এক দুই তিন ডেস্ক
বাংলাদেশেও থাবা বসালো কোভিড-১৯ (করোনাভাইরাস)। দেশে তিনজন করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছে বলে জানিয়েছে আইইডিসিআর।
রোববার (৮ মার্চ) বিকালে মহাখালীতে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।
আক্রান্তদের মধ্যে একজন নারী ও দুইজন পুরুষ। পুরুষ দুইজন ইতালি থেকে ভ্রমণ করে দেশে এসেছেন বলে জানান আইইডিসিআর পরিচালক। তাদের মধ্যে এক পরিবারের দু’জন সদস্য আছেন। বিদেশ ফেরত সদস্য থেকে তার শরীরে করোনার সংক্রমণ হয়েছে।
আক্রান্তদের বয়স ২০-৩৫ বছর।
ফ্লোরা জানান, তাদের শারীরিক অবস্থা ভালো। তাদের হাসপাতালে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে। কোন হাসপাতালে তাদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে সে ব্যাপারে তথ্য দেয়নি আইইডিসিআর পরিচালক।
আতঙ্কিত হওয়ার কিছুই নেই বলে জানান ফ্লোরা। তিনি বলেন, সবার সহযোগিতায় আমরা ওভারকাম করবো। এ মুর্হূতে স্কুল বন্ধ করার কোনও প্রয়োজন নেই। তবে প্রয়োজনা না জনসমাগম পরিবেশ এড়িয়ে চলতে হবে।
জনসাবধানতাই পারে করোনা প্রতিরোধ করতে। তাই লক্ষণ উপসর্গ নিয়ে বাড়িতে বসে না থেকে যোগাযোগ করার আহ্বান জানান ফ্লোরা।
মীরজাদী সেব্রিনা ফ্লোরা আরও বলেন, যে কোনও সময় করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হতে পারে। করোনায় ২০ বছরের নিচে কোন ব্যক্তির মৃত্যু হয়নি। ৬০ বছরের বেশি বয়সীদের করোনায় মৃত্যুর হার বেশি। নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে ৩৩টি দেশকে। করোনা নিয়ে আতঙ্কিত হবেন না। যথাযথ আইসোলেশন করতে পারলে প্রাথমিক আক্রান্তদের ক্ষেত্রে বাসায় চিকিৎসা করা সম্ভব।
বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ৩ হাজার ৪শ’ ছাড়িয়েছে।


crimediarybd1








