দুষ্কৃতকারীদের গ্রেফতার করা হচ্ছে, কোন প্রকৃত আলেমকে নয়--- তথ্য ও সম্পরচার মন্ত্রী ড.হাসান মাহমুদ

সম্প্রতি বাংলাদেশের অন্যতম প্রতিবেশী ও বন্ধু প্রতিম দেশ ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশে আগমনকে কেন্দ্র করে ঘোলা পানিতে মাছ শিকার করতে গিয়ে ১৭ টি তরতাজা প্রানের খুনের জন্য দায়ী উস্কানিদাতাদের গ্রেফতার শুরু হয়েছে

দুষ্কৃতকারীদের গ্রেফতার করা হচ্ছে, কোন প্রকৃত  আলেমকে নয়--- তথ্য ও  সম্পরচার মন্ত্রী ড.হাসান মাহমুদ
ছবিঃ অনলাইন হতে সংগৃহীত

Miscreants are being arrested, not any real scholars --- Information and Communication Minister Dr. Hassan Mahmood

আতিকুল্লাহ আরেফিন রাসেলঃ

সম্প্রতি বাংলাদেশের অন্যতম প্রতিবেশী ও বন্ধু প্রতিম দেশ ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশে আগমনকে কেন্দ্র করে ঘোলা পানিতে মাছ শিকার করতে গিয়ে ১৭ টি তরতাজা প্রানের খুনের জন্য দায়ী উস্কানিদাতাদের গ্রেফতার শুরু হয়েছে।সম্প্রতি, তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, সরকার কোনো আলেম বা ধর্মীয় নেতাকে গ্রেফতার করছে না, গ্রেফতার করছে দুষ্কৃতিকারীদের।

আওয়ামীলীগের ক্রান্তিকালের সবচেয়ে ত্যাগী নেতা ডক্টর হাসান মাহমুদ এপ্রিল ২০,২০২১ইং  মঙ্গলবার দুপুরে রাজধানীতে তার সরকারি বাসভবন থেকে বাংলাদেশ সংবাদ সংস্থা ও এটুআই আয়োজিত ‘ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে স্থানীয় সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক অনলাইন কর্মশালা উদ্বোধনের পর সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বিএনপি মহাসচিবের ‘সরকার ধর্মীয় নেতাদের গ্রেফতার করছে’ এমন বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করলে তিনি একথা বলেন।

তিনি বলেন,যে সব দুষ্কৃতিকারীরা ২৬ থেকে ২৮ মার্চ সমগ্র দেশে তান্ডব চালিয়েছে, নিরীহ মানুষের ঘরবাড়ি-সহায়-সম্পত্তি, যানবাহন জ্বালিয়ে দিয়েছে, ভূমি অফিসে আগুন দিয়ে সাধারণ মানুষের জমির দলিলপত্র পুড়িয়েছে, ফায়ার স্টেশন-রেল স্টেশনে হামলা করে ক্ষতি করেছে এবং যারা মানুষের ওপর আক্রমণ চালিয়েছে, তাদের এবং তাদের নির্দেশদাতাদের সরকার গ্রেফতার করছে বলে জানান ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, কোনো ভালো আলেম এসব অপরাধের সাথে যুক্ত ছিলেন না, আলেমের মুখোশধারীরাই এসবে যুক্ত এবং সরকার তাদেরকেই গ্রেফতার করছে এবং বাকী সবাইকে আইনের আওতায় আনা হবে। 

স্মার্ট ও ত্যাগী মন্ত্রী ড.হাসান মাহমুদ বলেন, ‘ বিএনপি সবসময়ই  রাজনীতিতে ধর্মকে ব্যবহার করে, অপশক্তি নিয়ে রাজনীতি করে। যারা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বে বিশ্বাস করে না, দেশকে আফগানিস্তান বানাতে চায়, তাদেরকে নিয়ে বিএনপি রাজনীতি করে। মামুনুল হক যেভাবে রাসুল (সাঃ)-কে ব্যঙ্গ করেছে, এটা যদি অন্য কেউ করতো, হেফাজতের নেতারা সারাদেশে মিছিল-মিটিং-শোরগোল করতেন আর মির্জা ফখরুল সাহেবরাও তাতে সুর মিলাতেন।’

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সোমবার হেফাজতে ইসলামের নেতাদের সাক্ষাৎ সংক্রান্ত প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, ‘সরকারের সঙ্গে কেউ দেখা করতে চাইলে, দেখা করতেই পারে, স্বরাষ্ট্রমন্ত্রী দেখা করেছেন। কিন্তু তাতে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ব্যত্যয় হবে না।’

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ  বাসসের এই কর্মশালায় দেয়া বক্তব্যে বাসসের সকল জেলা প্রতিনিধিদের ল্যাপটপ সরবরাহের ওপর গুরুত্ব দেন। বাসসে’র ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদের সভাপতিত্বে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম এবং এটুআই প্রকল্প পরিচালক ড. আব্দুল মান্নান অনলাইনে বিশেষ অতিথির বক্তব্য দেন।

ক্রাইম ডায়রি //সূত্র : বাসস// জাতীয়