বাসে ছাত্রীকে শ্লীলতাহানিঃ টিপিবি'র ডাকে ডিএমপির' অভিযান

বাসে নারীকে শ্লীলতাহানি নতুন কিছু নয়। অশিক্ষিত হেল্পাররা বুঝে কিংবা না বুঝে অনাকাঙ্ক্ষিত আচরণ করে ফেলে। দীর্ঘসময় দাঁড়িয়ে যাত্রী তোলে কিন্তু নামানোর সময় রাস্তার মাঝখানে চলন্ত অবস্থায় নামিয়ে দেয়।

বাসে ছাত্রীকে শ্লীলতাহানিঃ টিপিবি'র ডাকে ডিএমপির' অভিযান

বাসে নারীকে শ্লীলতাহানি নতুন কিছু নয়। অশিক্ষিত হেল্পাররা বুঝে কিংবা না বুঝে অনাকাঙ্ক্ষিত আচরণ করে ফেলে। দীর্ঘসময় দাঁড়িয়ে যাত্রী তোলে কিন্তু নামানোর সময় রাস্তার মাঝখানে চলন্ত অবস্থায় নামিয়ে দেয়। 

মহানগর সংবাদদাতাঃ

রাজধানীর বাস গুলোতে প্রায়ই নারীদের শ্লীলতাহানির কথা শোনা যায়। গাড়িতে নারী যাত্রীকে একা পেলে কিংবা ভীরের মাঝে কিংবা গাড়ি হতে নামানো বা তোলার সময় সাইড না দিয়ে নারীর শরীরে স্পর্শ করেও অস্বস্তিকর আচরন করে থাকে। তারা যাত্রীকে তোলার জন্য দীর্ঘ সময় ধরে লোকাল বানিয়ে যাত্রী তোলে এরপর নামানোর ঝুঁকিপূর্নভাবে রাস্তার মাঝে চলন্ত অবস্থায় নামিয়ে দেয়।

কোন কথা বললে বাজে ব্যবহার এমনকি ধাক্কাও দেয়। রাজধানীর প্রায় প্রতিটি রুটের বেশির ভাগ বাসের দৃশ্য একইরকম। ভাল হেল্পারও আছে কিন্তু তার পরিমান খুবই নগন্য। 

সম্প্রতি, গোলাম রব্বানীর নেতৃত্বে গড়ে তোলা সংগঠন "টিম পজিটিভ বাংলাদেশ" স্পর্শ কাতর এই বিষয়গুলো নিয়ে নজরদারি বৃদ্ধি করে। তাদের দৃষ্টি ভঙ্গি হলো- বদলে যাও,বদলে দাও। পহেলা নভেম্বর, ২০২১ইং সন্ধ্যা   ৬.০০ ঘটিকা। রাজধানীর  যমুনা ফিউচার পার্কের সামনে উত্তরাগামী 'আকাশ পরিবহন' এর (ঢাকা মেট্রো- ব ১৩-০৪৩৯) একটি বাস থামে।

Indecency  of a student on the bus: DMP's campaign called by TPB

বাস থেকে নামার সময় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছাত্রীকে বাসের হেল্পার বাজে ভাবে স্পর্শ করে এবং অশ্লীল ভাষায় সম্বোধন করে, যা পাশের গাড়ীতে থাকা  Team Positive Bangladesh (TPB)  ঢাকা মহানগর উত্তর শাখার সক্রিয় সদস্য RS Sultan সহ বেশ কয়েকজন শুনতে পায়। 

মেয়েটি তৎক্ষনাৎ চিৎকার করলে বাসটা টান দিয়ে উত্তরা অভিমুখে চলে যায়। সুলতান তাৎক্ষণিকভাবে বিষয়টি টিম পজিটিভ এর কর্নধার গোলাম রব্বানীকে  ফোনে জানায়। গোলাম রব্বানী  ওদের বাসের পিছু নিতে বলেন এবং উত্তরা ট্রাফিক বিভাগের এডিসি'র সাথে কথা বলে বাসের নাম্বার দেন। 

পুলিশের তরফ হতে সাথে সাথে ডিউটিতে থাকা সকল ট্রাফিক পুলিশকে জানিয়ে দেয়া হয় এবং বাসটিকে উত্তরা আজমপুর সিগনালে আটক করা হয়।

টিপিবি সদস্যরা ভিকটিমকে সাথে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে অভিযুক্ত হেল্পার দোষ স্বীকার করে মাফ চাইতে থাকলে ভুক্তভোগী  মামলা না করে তাকে মুচলেকা নিয়ে কড়াভাবে সতর্ক করে ছেড়ে দেয়।

কিন্তু আজ একজন কাল দু'জন পরশু আরো। আর কত? প্রশিক্ষণ বিহীন পরিবহন কর্মী। লাইসেন্স দেবার সহজলভ্যতার কারনে যেইসেই ড্রাইভার।  ফলে নিয়মবিরুদ্ধ ড্রাইভিং। আবার হেল্পার হতে কোন প্রশিক্ষণ লাগেনা। ফলে সাধারণ আচরনবিধি এদের অজানা। মালিকপক্ষের  স্বেচ্ছাচারী আচরনের কারনে না খেয়ে দীর্ঘ সময় ডিউটিরত হেল্পারের খিটিমিট মেজাজ।  সবকিছুই নিয়ন্ত্রণ এখন সময়ের দাবী।

এদিকে, টিম পজিটিভ বাংলাদেশ এর পক্ষ হতে তড়িৎ সাড়া দেয়ায় ডিএমপি'র ট্রফিক বিভাগকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে । সেই সাথে অনাগত আগামীতে এমন অনভিপ্রেত ঘটনার পুনরাবৃত্তি রোধে, বাংলাদেশ পুলিশের সুযোগ্য আইজিপি শ্রদ্ধেয় Benazir Ahmed এর সুদৃষ্টি আকর্ষণ করেছে টিম পজিটিভ বাংলাদেশ। 

"পাবলিক বাসে নারী যাত্রী ওঠা-নামার সময়, হেল্পার গেটে দাঁড়িয়ে না থেকে অবশ্যই নেমে দাঁড়াবে", এই নিয়ম কঠোরভাবে কার্যকর করার জন্য বাংলাদেশ পুলিশের ট্রাফিক বিভাগকে অফিসিয়াল নির্দেশনা দেয়ার জন্য Team Positive Bangladesh - TPB এর পক্ষ উদাত্ত আহবান জানানো হয়েছে বলে জানা গেছে। 

ক্রাইম ডায়রি // মহানগর