ব্যবসার মাধ্যমে অর্থ উপার্জন অপরাধ নয়-- অর্থমন্ত্রী

ব্যবসা করুন। ব্যবসার মাধ্যমে দেশীয় অর্থনীতির চাকা ঘুরবে,দেশ হবে স্বনির্ভর। আর ব্যবসার মাধ্যমে অর্থ উপার্জন কোন অপরাধ নয়।

ব্যবসার মাধ্যমে অর্থ উপার্জন অপরাধ নয়-- অর্থমন্ত্রী

কর দিলে সে দায়বদ্ধতা পূরণ হয়। কারণ সরকার করের টাকা জনগণের কল্যাণে বিনিয়োগ করে। করদাতারা আয়কর বাবদ যে টাকা দিচ্ছেন, সে অর্থ সরকার দেশের মানুষের কল্যাণে বিনিয়োগ করছে

শরীফা আক্তার স্বর্নাঃ

দেশের উন্নয়নের স্বার্থে ব্যবসা পলও শিল্প প্রতিষ্ঠানের কোন বিকল্প নেই। ইসলাম ধর্মীয় বিশ্বাস মতে, জীবিকার দশভাগের নয়ভাগই ব্যবসাবানিজ্য এবং একভাগ অন্যান্য। ব্যবসার কর প্রদানের মাধ্যমে দেশের সার্বিক উন্নয়ন সাধিত হয়। তাই, রাষ্ট্রের উন্নয়নে কিছু করার দায়বদ্ধতা থেকেই যোগ্য সবাইকে কর দেওয়া উচিত বলে মনে করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেছেন, ব্যবসা করে অর্থ উপার্জন করা অপরাধ নয়। কিন্তু আমাদের সবারই দায়বদ্ধতা আছে। অর্থ ও বিত্তশালীদের উপার্জনে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীর হক আছে।

কর দিলে সে দায়বদ্ধতা পূরণ হয়। কারণ সরকার করের টাকা জনগণের কল্যাণে বিনিয়োগ করে। করদাতারা আয়কর বাবদ যে টাকা দিচ্ছেন, সে অর্থ সরকার দেশের মানুষের কল্যাণে বিনিয়োগ করছে।

নভেম্বর ২৪,২০২১ইং বুধবার রাজধানীর বেইলী রোডের অফিসার্স ক্লাবে সেরা করদাতার সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন।

অর্থমন্ত্রী বলেন, ২০০৫-০৬ অর্থবছরে আয়কর আদায় হয়েছিল মাত্র ৭ হাজার কোটি টাকা। বর্তমানে তা ১২গুণ বেড়ে হয়েছে প্রায় ৮৫ হাজার কোটি টাকা। ২০০৫-০৬ অর্থবছরে মোট রাজস্ব আদায় ছিল ৩৪ হাজার কোটি টাকা। বর্তমানে সাড়ে সাতগুণ বেড়ে অঙ্কটা দাঁড়িয়েছে ২ লাখ ৫৯ হাজার কোটি টাকা। তিনি বলেন, সোনার বাংলাদেশ করদাতাদের করের মাধ্যমে নির্মাণ হবে। আপনাদের হাত ধরে আমরা আজ মাথাপিছু আয়ে চীন ও ভারতের সমান।

এফবিসিসিআই সভাপতি বলেন, সর্বোচ্চ আয়কর দাতাদের সম্মাননাস্বরূপ যে ট্যাক্স কার্ড দেওয়া হয় তার সুফল করদাতারা পায় না। তাই ট্যাক্স কার্ডে প্রাপ্য সুবিধা নিশ্চিত করা উচিত। এ জন্য অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি। কর ব্যবস্থা সহজ ও স্বচ্ছ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এটি করা হলে রাষ্ট্রের রাজস্ব আয় বাড়বে। সেই সঙ্গে করদাতার সংখ্যাও বাড়বে। অগ্রিম আয়কর প্রত্যাহারের দাবি জানিয়ে এফবিসিসিআই সভাপতি বলেন, এ করের কারণে ব্যবসায়ীদের আর্থিক লগ্নি বেড়ে যায়। তাই ব্যবসায়ীদের সহযোগিতার মনোভাব নিয়ে অগ্রিম আয়কর প্রত্যাহারের দাবি জানাচ্ছি। একই সঙ্গে নতুন আয়কর আইন প্রণয়নের সময় ব্যবসায়ীদের সম্পৃক্ত করার প্রস্তাব দেন তিনি।

অনুষ্ঠানে সেরা করদাতার সম্মাননা স্মারক ও ট্যাক্স কার্ড তুলে দেন অর্থমন্ত্রী। ২০২০-২১ করবর্ষে ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা করদাতার সম্মাননা দেয় এনবিআর। এর মধ্যে ব্যক্তি শ্রেণিতে ৭৫ জন, কোম্পানি শ্রেণিতে ৫৪ জন ও অন্যান্য ক্যাটাগরিতে ১২ জন করদাতাকে সম্মাননা দেওয়া হয়।

ক্রাইম ডায়রি // জাতীয়