চান্দাইকোনায় উত্তরবঙ্গের সর্ববৃহৎ পশুর হাট

উপজেলার চান্দাইকোনা পশুর হাটে ক্রেতাদের উপচে পড়া ভিড়। তবে দাম বেশি হওয়ায় বেশির ভাগ ক্রেতার চাহিদা মাঝারি ও ছোট আকৃতির গরু।

চান্দাইকোনায় উত্তরবঙ্গের সর্ববৃহৎ পশুর হাট
ছবি- অনলাইন হতে সংগৃহীত

গরু বিক্রেতারা জানান, গত বছরের তুলনায় দাম কিছুটা এদিক সেদিক হতে পারে, কারণ এ বছরের গো-খাদ্যের দাম প্রায় দ্বিগুণ বেড়েছে। তবে অধিকাংশ ক্রেতাই গরুর দাম অনেক কম বলছেন।

স.ম আব্দুস সাত্তার, জেলা ব্যুরো প্রধানঃ

সিরাজগঞ্জ জেলার চান্দাইকোনা উত্তরবঙ্গের জেলাগুলোর প্রবেশদ্বার। ঐতিহ্যগতভাবে ব্রিটিশ আমল হতে নামকরা  চান্দাইকোনা বাজার বৃহত্তর পাবনা জেলার অংশ হওয়ায় এর নাম চান্দাইকোনা পাবনা বাজার। বগুড়ার সাথে আন্তঃজেলা সীমান্ত হওয়ায় একপাশে চান্দাইকোনা বগুড়া বাজার এবং আরেকপাশে চান্দাইকোনা পাবনা বাজার। দুই জেলার মানুষের মিলনস্থল এবং বৃটিশ আমল থেকে সবচেয়ে বড় হাট। নদী ও  বিশ্বরোড সংলগ্ন হওয়ায় বহু দুর দুরান্ত হতে নৌ পথে এবং স্থল পথে ব্যবসায়ীরা চান্দাইকোনায় আসেন হাট করতে।

ব্যবসায়ীদের এই আগ্রহের কারনে চান্দাইকোনায় ব্যবস্থা করা হয়েছে উত্তরবঙ্গের সবচেয়ে বড় পশু হাটের।  কোরবানির পশুর হাটআসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে চান্দাইকোনা হাটে শুরু হয়েছে পশু বেচাকেনা। ঈদের সময় ঘনিয়ে আসার সাথে সাথে জমজমাট হয়ে উঠছে পশুর হাটগুলো। জেলার বিভিন্ন স্থান থেকে ট্রাক, নছিমন, করিমন, পিকাপ ভ্যান ভর্তি করে আসছে গরু-ছাগল। ব্যস্ততা বেড়েছে ক্রেতা-বিক্রেতাদের।

 উপজেলার চান্দাইকোনা পশুর হাটে ক্রেতাদের উপচে পড়া ভিড়। তবে দাম বেশি হওয়ায় বেশির ভাগ ক্রেতার চাহিদা মাঝারি ও ছোট আকৃতির গরু। এখানে কোরবানীর গরু কিনতে আসেন বিভিন্ন  জেলার মানুষ।  গাইবান্ধা হতে আসা একজন ক্রেতা সুরুজ মিয়া  এই প্রতিনিধিকে বলেন, এই হাটে সবসময় সাশ্রয়ী মুল্যে গরু পাওয়া যায় কিন্তু এবার ব্যবসায়ীরা গরুর দাম বেশি চাচ্ছেন। বিগত বছরে তিনি যে গরু এই হা্ট থেকে ৫০-৬০ এর মধ্যে কিনেছেন  একই সাইজের গরুর দাম এবার ৮০-৯- হাজার।

তবে গরু বিক্রেতারা জানান, গত বছরের তুলনায় দাম কিছুটা এদিক সেদিক হতে পারে, কারণ এ বছরের গো-খাদ্যের দাম প্রায় দ্বিগুণ বেড়েছে। তবে অধিকাংশ ক্রেতাই গরুর দাম অনেক কম বলছেন। ব্যবসায়ীরা বলছেন প্রতিবারের চেয়ে এবার ক্রেতারা গরুর দাম কম বলছেন। এখন পর্যন্ত বড় গরুর ক্রেতাই আসেনি। তবে ছোট ও মাঝারি গরু বিক্রি হলেও আশানুরূপ দাম পাওয়া যাচ্ছে না।

অন্যদিকে এই হাটের একপাশে উঠেছে ছাগল। তবে এখনো ছাগল বিক্রি ও হচ্ছে জমজমাট। রায়গঞ্জ উপজেলা প্রাণী সমম্পদ কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, এবার উপজেলার স্থায়ী ও অস্থায়ী পশুর হাট বসবে মোট ৭টি এবং প্রতিটা হাটে পশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য আমাদের লোকজন কাজ করছে। চান্দাইকোনা হাটেও রয়েছে বিশেষ মনিটরিং এর ব্যবস্থা।

ক্রাইম ডায়রি/ জেলা