পিলার পয়সা গিরগিটি চক্রের তিন প্রতারক গ্রেফতারঃ কঠোর শাস্তি দাবি জনতার

The people demanded severe punishment for the arrest of three fraudsters of the Pillar Money Chameleon cycle

পিলার পয়সা গিরগিটি চক্রের তিন প্রতারক গ্রেফতারঃ কঠোর শাস্তি দাবি জনতার

পয়সা, ম্যাগনেট, গিরগিটি, কালো বিড়াল, পিলার আরও কত কি? এ এক বিশাল চক্র। যাদের লোভটাই জীবনের বড় সম্বল। আর  এই লোভের ফাঁদে পুরোটা জীবন কাটিয়ে দেয় এরা। মৌলভীবাজারের আনোয়ার । মারা গেছে মাস কয়েক আগে।  এই ভদ্রলোক সৌদিতে বেশ সুখেই ছিলেন। কিন্তু হঠাৎ বড় লোক হবার নেশায় তাকে দেশে টেনে আনে। দেশে কয়েকজন ব্যক্তি তাকে পয়সা বেঁচে কোটিপতি হবার স্বপ্ন দেখিয়ে পাগল বানিয়ে ফেলে। তারা দিনে দিনে তার সকল জমানো টাকা বিভিন্ন জায়গায় পয়সা পাওয়া গেছে, ক্রেতা আসছে কিছু এডভান্স দেয়া লাগবে ইত্যাদি বলে খরচ করায়। এরপর তার যখন স্বপ্ন ভাঙ্গে ততদিনে তার জীবনের একটা বড় অংশ পার হয়ে যায়। যে নেশায় তিনি বিয়ে থাও করেননি। মৃত্যু সন্ধিক্ষনে তার ভূল ভাঙ্গে। পরিবারের সবাইকে এ নেশা হতে বাঁচতে সতর্ক করে যান। এমনই নেশায়  শুধু রাজধানীতে দিবাস্বপ্নে দিনকাটায় কয়েক হাজার মানুষ। সারাাদেশে কয়েক লক্ষ।

হোসেন মিন্টু, চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো অফিসঃ

পয়সা, ম্যাগনেট, গিরগিটি, কালো বিড়াল, পিলার আরও কত কি? এ এক বিশাল চক্র। যাদের লোভটাই জীবনের বড় সম্বল। আর  এই লোভের ফাঁদে পুরোটা জীবন কাটিয়ে দেয় এরা। মৌলভীবাজারের আনোয়ার । মারা গেছে মাস কয়েক আগে।  এই ভদ্রলোক সৌদিতে বেশ সুখেই ছিলেন। কিন্তু হঠাৎ বড় লোক হবার নেশায় তাকে দেশে টেনে আনে। দেশে কয়েকজন ব্যক্তি তাকে পয়সা বেঁচে কোটিপতি হবার স্বপ্ন দেখিয়ে পাগল বানিয়ে ফেলে। তারা দিনে দিনে তার সকল জমানো টাকা বিভিন্ন জায়গায় পয়সা পাওয়া গেছে, ক্রেতা আসছে কিছু এডভান্স দেয়া লাগবে ইত্যাদি বলে খরচ করায়। এরপর তার যখন স্বপ্ন ভাঙ্গে ততদিনে তার জীবনের একটা বড় অংশ পার হয়ে যায়। যে নেশায় তিনি বিয়ে থাও করেননি। মৃত্যু সন্ধিক্ষনে তার ভূল ভাঙ্গে। পরিবারের সবাইকে এ নেশা হতে বাঁচতে সতর্ক করে যান। এমনই নেশায়  শুধু রাজধানীতে দিবাস্বপ্নে দিনকাটায় কয়েক হাজার মানুষ। সারাাদেশে কয়েক লক্ষ।

এদের এই পন্যগুলো কখনই কোথায়ও বিক্রি হয়েছে এমন রেকর্ড শোনা যায়নি। তবে এ নেশায় লাখো মানুষের পকেট কেটেছে  একটি চক্র। তারা পথের ফকির হয়েছে। টাকা উশুলের ধান্দায় তারাও নেমেছে  একই পথে। নেশা একটাই যদি পাওয়া যায়। এমনই এক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। থানা পুলিশ সুত্রে জানা গেছে, চট্টগ্রামের সাতকানিয়ায় ‘ম্যাগনেট পিলার’ প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। উপজেলার কেরানীহাট রয়েল রিসোর্টের সামনে থেকে গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে তামার তৈরি একটি ধাতব বোতল ও নগদ ৫ লাখ টাকা উদ্ধার করা হয়। উদ্ধার করা এ ধাতব বোতলটি ম্যাগনেটের তৈরি এবং এটির দাম ২ থেকে ৩ কোটি টাকা জানিয়ে তারা প্রতারণার করত। গ্রেফতারকৃতরা হলো- পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের সুবেদার বাড়ির মৃত হাজী ফজল আহমদের ছেলে খোরশেদ আলম, আনোয়ারা উপজেলার ডুমুরিয়া ৮ নম্বর ওয়ার্ড এলাকার মো. উল্লাহ ও সাতকানিয়া পৌরসভা রামপুর ১ নম্বর ওয়ার্ডের মৃত আবদুল মোতালেবের ছেলে মো. নুরুল আমিন। 

পুলিশ জানিয়েছে, সাতকানিয়া পৌরসভার রামপুর ১ নম্বর ওয়ার্ড এলাকার নুরুল আমিনের কাছ থেকে ওই ধাতব বোতলটি কিনতে এসেছিল গ্রেফতার খোরশেদ আলম ও মো. উল্লাহ। গোপন সংবাদে খবর পেয়ে তাদের কেরানীহাট এলাকা থেকে একটি ধাতব বোতল ও নগদ ৫ লাখ টাকা ও একটি ডিজিটাল লকারসহ গ্রেফতার করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা উদ্ধার করা এ ধাতব বোতলটি ২ থেকে ৩ কোটি টাকা মূল্যের জানিয়ে তারা প্রতারণা করতো বলে স্বীকার করেছে পুলিশের কাছে। এছাড়া ইতোপূর্বেও তারা এধরনের আরও প্রতারণা করেছে বলে জানায় পুলিশ। 

সাতকানিয়া থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, উদ্ধার করা ওই ধাতব বোতলটি দিয়ে তারা প্রতারণা করে আসছিল। তারা একটি পেশাদার প্রতারক চক্র। গ্রেফতার খোরশেদ ও মো. উল্লাহ সাতকানিয়ার নুরুল আমিনের কাছ থেকে ধাতব বোতলটি কিনতে এসেছিল। এটি কিনে পরে অন্যজনের কাছে বিক্রির পরিকল্পনা ছিল তাদের। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আগামীকাল আদালতে পাঠানো হবে। এ ঘটনায় নিন্দা প্রকাশ করে এ চক্রের কারনে পথের ফকির হওয়া অসংখ্য পরিবারের প্রতিনিধিরা তাদের কঠোর শাস্তি দাবি করেছেন । যাতে করে এমন নেশায় আরো কোন পরিবার পথে না বসে।

ক্রাইম ডায়রি// অপরাধ জগত