রাজশাহীতে ডিলারের বাড়িতে টিসিবি’র পণ্য,ভোক্তা অধিদপ্তরের অভিযান

TCB products at dealer's house in Rajshahi, Consumer Department raids

রাজশাহীতে ডিলারের বাড়িতে টিসিবি’র পণ্য,ভোক্তা অধিদপ্তরের অভিযান
টিম ক্রাইম ডায়রির অনুসন্ধান ও ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের বিভাগীয় অফিসের অভিযানে মহানগরীর রেশমপট্টি এলাকায় টিসিবির পরিবেশক মোস্তাক আহমেদ কাজলের বাড়িতে পণ্যগুলো পাওয়া যায়। কাজলের বাড়ির সঙ্গে একটি মুদি দোকানও আছে। সেটি তার স্ত্রী চালান। এই দোকানেও পাওয়া গেছে টিসিবির পণ্য। এ সময় সেখান থেকে ১ হাজার ৫২০ লিটার সয়াবিন তেল, ৩৫০ কেজি চিনি, ৩০০ কেজি মসুর ডাল ও ২০০ কেজি ছোলা জব্দ করা হয়।
রাজশাহী ব্যুরো অফিসঃ
টিসিবি’র পণ্য ব্যক্তিগত উদ্দেশ্যে ব্যবহার নতুন কিছু নয়। কিন্তু সরকারের কঠোর নজরদারী ও সুষম বন্টনের ফলে তা নেমে এসেছিল শুন্যের কোঠায়। এরই মাঝে বিভাগীয় শহর রাজশাহীতে  ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) একজন পরিবেশকের বাড়িতে বিপুল পরিমাণ পণ্য পাওয়া গেছে। এসব পণ্য খোলাবাজারে সরকার নির্ধারিত মূল্যে সাধারণ ক্রেতাদের কাছে বিক্রির কথা ছিল।
টিম ক্রাইম ডায়রির অনুসন্ধান ও ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের বিভাগীয় অফিসের অভিযানে মহানগরীর রেশমপট্টি এলাকায় টিসিবির পরিবেশক মোস্তাক আহমেদ কাজলের বাড়িতে পণ্যগুলো পাওয়া যায়। কাজলের বাড়ির সঙ্গে একটি মুদি দোকানও আছে। সেটি তার স্ত্রী চালান। এই দোকানেও পাওয়া গেছে টিসিবির পণ্য। এ সময় সেখান থেকে ১ হাজার ৫২০ লিটার সয়াবিন তেল, ৩৫০ কেজি চিনি, ৩০০ কেজি মসুর ডাল ও ২০০ কেজি ছোলা জব্দ করা হয়।

অভিযান পরিচালনার সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের রাজশাহী বিভাগীয় অফিসের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ ক্রাইম ডায়রিকে জানান, টিসিবির পণ্য ট্রাকে  বিক্রি না করে অসৎ উদ্দেশ্যে ডিলারের নিজ বাড়িতে মজুদ করে রাখা হয়েছিল। নিজেদের দোকান থেকে এসব পণ্য বেশি দামে বিক্রি করা হতো। গোপন সংবাদের ভিত্তিতে তারা কাজলের বাড়ি ও দোকানে অভিযান চালান।

হাসান-আল-মারুফ জানান, টিসিবির পণ্যগুলো তারা জব্দ করেছেন। তবে কাজলকে আটক করা হয়নি। শুনানির জন্য তাকে নোটিশ করা হবে। শুনানির দিন তিনি এসব মালামালের কাগজপত্র দেখাবেন। যদি না পারেন, তাহলে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

এ ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে টিসিবির রাজশাহী আঞ্চলিক অফিসের প্রধান রবিউল মোর্শেদ জানান, কাজল টিসিবির একজন পরিবেশক। তার প্রতিষ্ঠানের নাম ‘আলী ট্রেডার্স’। কাজলের বাড়িতে অভিযানের খবর তিনি পেয়েছেন। তিনি কাজলকে আটকের জন্য ভোক্তা অধিকারকে অনুরোধ করেছেন।

তিনি আরও বলেন, ট্রাকে করে বিক্রির জন্য আট দিন আগে কাজলকে সব মালামাল দেয়া হয়েছে। খোলাবাজারে বিক্রি করলে এতদিন পর এত বেশি পণ্য তার বাড়িতে থাকার কথা না। তিনি অনৈতিক পন্থায় এসব পণ্য রেখেছেন। তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি সাংবাদিকদের জানান। এমন ঘটনায় নিন্দা প্রকাশ করেছেন সুশীল সমাজ। তারা মনে করেন সারাদেশেই  সকল ডিলারদের খোঁজ খবর নেয়া উচিত এবং রাজশাহীর ঘটনায় উপযুক্ত শাস্তি দেয়া উচিত। যাতে কেউ এমনটি করার সাহস না পায়।

ক্রাইম ডায়রি//ক্রাইম//জেলা