বিএসটিআই বগুড়ার অভিযানঃঅবৈধ লাচ্ছা উৎপাদনকারী কারখানা সিলগালা

BSTI Bogra raid Silgala, a factory producing illegal lachcha

বিএসটিআই বগুড়ার অভিযানঃঅবৈধ লাচ্ছা উৎপাদনকারী কারখানা সিলগালা

”রোজা ও কুরবানী” এই দুই ঈদকে কেন্দ্র করে  লাচ্ছা ও সেমাইয়ের একটি বড় ধরনের ব্যবসা আবহমান কাল ধরে এ দেশের ব্যবসায়ীরা করে আসছে। এই সুযোগকে ব্যবহার করে মৌসুমি ব্যবসায়ীরা অস্বাস্থ্যকর পরিবেশে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই উৎপাদন ও বাজারজাত করে। সেন্সেটিভ পণ্য হওয়ায় অনেকেই এই দুটি পণ্য খেয়ে নানা রোগে আক্রান্ত হন। সেই সুত্র ধরে মৌসুমি অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে বিএসটিআই বাংলাদেশের মহাপরিচালকের নির্দেশনায় ও বিএসটিআই রাজশাহীর পরিচালক ইঞ্জিনিয়ার সেলিমা রেজা এর সরাসরি তত্বাবধানে প্রকৌশলি জুনায়েদ আহমেদ তার দায়িত্বপ্রাপ্ত এলাকায় একের পর এক সফল অভিযান করে অবৈধ ব্যবসায়ীদের মুলে আঘাত করেছেন।

প্রকৌশলী জুনায়েদ আহমেদ, বিশেষ সংবাদদাতাঃ

”রোজা ও কুরবানী” এই দুই ঈদকে কেন্দ্র করে  লাচ্ছা ও সেমাইয়ের একটি বড় ধরনের ব্যবসা আবহমান কাল ধরে এ দেশের ব্যবসায়ীরা করে আসছে। এই সুযোগকে ব্যবহার করে মৌসুমি ব্যবসায়ীরা অস্বাস্থ্যকর পরিবেশে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই উৎপাদন ও বাজারজাত করে। সেন্সেটিভ পণ্য হওয়ায় অনেকেই এই দুটি পণ্য খেয়ে নানা রোগে আক্রান্ত হন। সেই সুত্র ধরে মৌসুমি অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে বিএসটিআই বাংলাদেশের মহাপরিচালকের নির্দেশনায় ও বিএসটিআই রাজশাহীর পরিচালক ইঞ্জিনিয়ার সেলিমা রেজা এর সরাসরি তত্বাবধানে প্রকৌশলি জুনায়েদ আহমেদ তার দায়িত্বপ্রাপ্ত এলাকায় একের পর এক সফল অভিযান করে অবৈধ ব্যবসায়ীদের মুলে আঘাত করেছেন।

ফলে অনেকটাই কমে এসেছে অবৈধ ফ্যাক্টরী। এরই ধারাবাহিকতায় এপ্রিল,২৯ ,২০২১ইং বগুড়ার ধরমপুর এলাকায় অভিযান চালিয়ে একটি ফ্যাক্টরীকে জড়িমানা ও সিলগালা করেন। বিএসটিআই ও সরেজমিন সুত্রে জানা গেছে, বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ না করে অবৈধভাবে এবং অস্বাস্থ্যকর পরিবেশে ‘লাচ্ছা সেমাই’ উৎপাদন, বিক্রয়-বিতরণ ও বিএসটিআই’র স্ট্যান্ডার্ড মার্ক ব্যবহার করায় এবং দেশের সুনামধন্য কোম্পানীসমূহের ব্রান্ড- ‘রোমানিয়া, বনফুল, রিজিক ও কুটুমবাড়ী’ নকল করে ‘লাচ্ছা সেমাই’ মোড়কজাত করায় ঐ প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।

  এ ব্যাপারে জানতে চাওয়া হলে বিএসটিআইয়ের দক্ষ কর্মকর্তা প্রকৌশলি জুনায়েদ আহমেদ ক্রাইম ডায়রিকে বলেন, প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ‘বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন-২০১৮’ এর ২১, ১৫ (১) ও ৩০ ধারা মোতাবেক নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এসময় ০৩ বস্তা নকল লাচ্ছা সেমাই এর মোড়ক/প্যাকেট এবং ৩০০ কেজি অবৈধ লাচ্ছা সেমাই জব্দ করা হয়েছে। 

ক্রাইম ডায়রি// জেলা//আদালত