রাজধানীতে বিএসটিআই ঢাকা টিমের অভিযানঃ জরিমানা ও সিলগালা

"সারাদেশে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে বিএসটিআই ঢাকা টিম নিয়মিত অভিযান চালিয়ে মাণহীন পণ্য বিপনন অনেকাংশে রোধ করতে পেরেছে।"

রাজধানীতে বিএসটিআই ঢাকা টিমের অভিযানঃ জরিমানা ও সিলগালা

বিএসটিআই’র সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিত সরিষার তেল, ঘি ও মধু পণ্য বিক্রয়, বিতরণ ও বাজারজাত করায় বিজ্ঞ আদালত তাদের জরিমনা করেন

শরীফা আক্তার স্বর্নাঃ

সারাদেশে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে বিএসটিআইয়ের ঢাকা টিমের পৃথক পৃথক অভিযানে রাজধানীর মোহাম্মদপুর ও মিরপুর এলাকায় অভিযান চালিয়ে বিএসটিআইয়ের অনুমতি ছাড়া পণ্য উৎপাদন ও  বাজারজাত করায় একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

BSTI Dhaka team's operation in the capital: fines and seals

বিএসটিআই সূত্রে জানা গেছে, নভেম্বর ১৭, ২০২১ইং বুধবার ডিএমপি পুলিশের সহযোগিতায় জনাব নাফিজা নাজ নীরা এর নেতৃত্বে ঢাকা মহানগরীর মোহাম্মদপুর এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। অভিযানে ইসহাক এগ্রো ফুড এন্ড বেভারেজকে (মোহাম্মদপুর এলাকার ৩/১বি, হাজী লাট মিয়া কমপ্লেক্স, বাঁশবাড়ী) বিএসটিআই’র সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিত সরিষার তেল, ঘি ও মধু পণ্য বিক্রয়, বিতরণ ও বাজারজাত করায় বিজ্ঞ আদালত ২৫,০০০.০০ টাকা জরিমানা করে।

এসময় একই ধরনের অপরাধে  নিউট্রিয়েট কেক এন্ড পেস্ট্রি শপকে (১৫/২, ব্লক-সি, তাজমহল রোড, মোহাম্মদপুর) কেক (প্লেইন, ফ্রুট, স্পঞ্জ), পাউরুটি ও বিস্কুট পণ্য তৈরি, বিক্রয়, বিতরণ ও বাজারজাত করায় বিজ্ঞ আদালত ৫০,০০০.০০ টাকা জরিমানা করেন। অভিযানে বিএসটিআই’র প্রসিকিউটিং অফিসার হিসেবে জনাব সিকান্দার মাহমুদ, ফিল্ড অফিসার (সিএম) উপস্থিত ছিলেন।

এছাড়া একই দিন অন্য আরেকটি অভিযানে‘ ওজন ও পরিমাপ মানদণ্ডআইন-২০১৮’’ অনুযায়ী দুটি প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। ঢাকা মহানগরীর মিরপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়। বিএসটিআই সূত্রে জানা যায়,  মহানগরীর মিরপুর এলাকায় বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে মেসার্স প্রিন্স সুইটস এন্ড বেকারী নামক প্রতিষ্ঠানটির অনুকূলে পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ না থাকায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই এলাকায়  মেসার্স ফাইভ স্টার কর্পোরেশন নামক রডের দোকানে ব্যবহৃত ওজনযন্ত্রের বাৎসরিক ভেরিফিকেশন সনদ না থাকায় এবং প্রতি ১০০ কেজি রড পরিমাপে ৮০০ গ্রাম কম থাকায়  ৫০ হাজার টাকা জরিমানা করে বিএসটিআই।

ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিদর্শক মোঃ রফিক আজাদ অংশগ্রহণ করেন।

ক্রাইম ডায়রি // আদালত