ব্যাটারীচালিত ইজিবাইক বন্ধ ঘোষনা,আমদানী ও বিক্রি নিষিদ্ধ

ইজিবাইক গুলোর হেডলাইটের কোন আপার ডিপার নেই ফলে রাতে তীব্র আলো চোখে লেগে এক্সিডেন্টের শিকার কিংবা চোখের সমস্যায় আক্রান্ত হয় অনেক সাধারন মানুষ। যারা কাউকে তা বলতে পারেনা। এদের মতো ব্যাটারীচালিত ভ্যান কিংবা রিকশাও একই রকম। স্প্রিং লাগানো এসব বাহন চরম ঝুঁকিপূর্ন।

ব্যাটারীচালিত ইজিবাইক বন্ধ ঘোষনা,আমদানী ও বিক্রি নিষিদ্ধ

শরীফা আক্তার স্বর্নাঃ

ইজিবাইকগুলো যেন মরণফাঁদে পরিণত হয়েছিল। গুরুতর এক্সিডেন্ট এবং আপার ডিপার বিহীন হেডলাইটের তীব্র আলোর ঝলকানিতে চোখ ধাঁধা লেগে এক্সিডেন্ট করে  পঙ্গুত্ব বরন করেছে অসংখ্য সাধারণ মানুষ।  এমন মানুষ যারা কাউকে বলতে পারেনা। ক্ষতিকর এই পরিবহন বন্ধ করে আদালত তাই সাধারন মানুষের হৃদয়ে নায়ক হিসেবে অংকিত হয়ে থাকলেন।

Battery - powered easybikes are banned, imports and sales are prohibited

অ্যাসিড ব্যাটারিচালিত ৪০ লাখ ইজিবাইক বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এগুলো আমদানি ও ক্রয়-বিক্রয়ে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। ডিসেম্বর ১৫,২০২১ইং বুধবার বিচারপতি মামনুন রহমানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আতিক তৌহিদুল ইসলাম।  রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত।

আইনজীবী আতিক তৌহিদুল ইসলাম বলেন, ইজিবাইকগুলোতে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিয়ে ব্যাটারি চার্জ দেওয়া হয়। এই ইজিবাইকগুলো পরিবেশের জন্য ক্ষতিকর।  মানবদেহের জন্য ক্ষতিকর।  এগুলো রুট পারমিট ছাড়াই রাস্তায় চলাচল করছে।  এই ইজিবাইকের বিদ্যুৎ খাত থেকে সরকার কোনো রাজস্ব পাচ্ছে না।  এ কারণে সারাদেশে চলা অবৈধ প্রায় ৪০ লাখ ইজিবাইক বন্ধের নির্দেশনা চেয়ে আমরা হাইকোর্টে রিট করি।

গত ১৩ ডিসেম্বর বাঘ ইকো মোটরস লিমিটেডের সভাপতি কাজী জসিমুল ইসলামের পক্ষে হাইকোর্টে রিটটি করা হয়।  রিটে শিল্প সচিব, সড়ক পরিবহন সচিব, পরিবেশ সচিবসহ ৭ জনকে রিটে বিবাদী করা হয়। এর প্রেক্ষিতে  বিজ্ঞ আদালত এই রায় প্রদান করেন। 

ক্রাইম ডায়রি // আদালত