রাজধানীজুড়ে বিএসটিআই ঢাকার অভিযান

বিএসটিআইয়ের মহাপরিচালকের সরাসরি তত্বাবধানে সারাদেশে নিয়মিত অভিযান চালানোয় কমে আসছে  দূর্নীতি। তাই বিএসটিআইকে নিয়ে আশাবাদী দেশের আপামর জনসাধারণ।

রাজধানীজুড়ে বিএসটিআই ঢাকার অভিযান
ছবি-ক্রাইম ডায়রি

তবুও দেশব্যাপী অসংখ্য ব্যবসায়ীরা ভেজাল পণ্য উৎপাদন ও অনুনোমোদিত কারখানা খুলে বসে আছে।  বিএসটিআইয়ের মহাপরিচালকের সরাসরি তত্বাবধানে সারাদেশে নিয়মিত অভিযান চালানোয় কমে আসছে  দূর্নীতি

শরীফা আক্তার স্বর্নাঃ

সারাদেশে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে অনুমতিহীন প্রতিষ্ঠান ও অননুমোদিত পণ্য বন্ধে ঢাকা বিএসটিআইয়ের ঝটিকা অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান অভিযান চালিয়ে জরিমানা ও সিলগালা করা হয়েছে। 

অভিযান ০১ঃ

জুন ২২,২০২২ইং তারিখে ঢাকা মহানগরীর বনশ্রী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক কাপড়ে রং-এর স্থায়ীত্বের অনুকূলে সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত ম্যানস ওয়্যার, ওম্যানস ওয়্যার পণ্য বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে ২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ২টি মামলা দায়ের করা হয়।  একটি ফ্যাশন (Brand), বাড়ী ২, রোড ৭, ব্লক ডি, বনশ্রী, রামপুরা, ঢাকা-কে ৩৫,০০০.০০ (পয়ঁত্রিশ হাজার) টাকা এবং ভেরো ফ্যাশন (Brand: VERO), রোড ৭, ব্লক ডি, বনশ্রী, রামপুরা, ঢাকা-কে ৩৫,০০০.০০ (পয়ঁত্রিশ হাজার) টাকাসহ মোট ৭০,০০০.০০ (সত্তর হাজার) জরিমানা করা হয়।

উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নাফিসা নাজ নীরা-এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা জনাব শরীফুল ইসলাম, পরীক্ষক (টেক্সটাইল) দায়িত্ব পালন করেন।

অভিযান ০২ঃ

 মহানগরীর গুলশান থানাধীন এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। ওজন ও পরিমাপ মানদন্ড  আইন, ২০১৮ অনুসারে পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত পণ্য (বিস্কুট, পাউরুটি) বিক্রয় ও বাজারজাত করার অপরাধে ফুড এজ লিমিটেড, সান টাওয়ার, রোড-২২, গুলশান-১, ঢাকা-কে টাকা ৪০,০০০/- (চল্লিশ হাজার) মাত্র জরিমানা করা হয়।

উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আমিমুল এহসান  এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব সোহাগ হায়দার, পরিদর্শক (মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন।

অভিযান ০৩ঃ

মহানগরীর খিলগাঁও থানা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক বিস্কুট পণ্যের অনুকূলে বিএসটিআই’র সিএম সনদ গ্রহণ ব্যতিত উৎপাদন, বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে এশিয়া ফুড প্রোডাক্টস এন্ড বেকারী, দাগ-১৬৫৩০, নন্দীপাড়া, ৫ নং রোড, খিলগাঁও, ঢাকা-কে ২৫,০০০.০০ টাকা জরিমানা করা হয়।

উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা মোঃ মনির হোসেন, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন।

অভিযান ০৪ঃ

জুন ২১,২০২২ইং তারিখে মহানগরীর ক্যান্টনমেন্ট থানা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক টয়লেট সোপ, শ্যাম্পু, হেয়ার অয়েল, সলিউবল কফি পাউডার, চিপস, মিনারেল ওয়াটার, আফটার শেভ লোশন, ইনফ্যান্ট ফর্মুলা, মিল্ক পাউডার, টুথপেস্ট ও স্কিন ক্রিম  পণ্যের অনুকূলে বিএসটিআই’র সিএম সনদ/ ছাড়পত্র গ্রহণ ব্যতিত উৎপাদন, বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে  পিক এন্ড পে, ১০১, অনন্যা কমপ্লেক্স, ডিওএইচএস, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা-কে ১,০০,০০০.০০ টাকা জরিমানা করা হয়।

উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা মোঃ রাশেদ আল মামুন, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন।

অভিযান ০৫ঃ

জুন ২০,২০২২ইং তারিখে মহানগরীর গুলশান থানা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক পাউরুটি, বিস্কুট ও কেক  পণ্যের অনুকূলে বিএসটিআই’র সিএম সনদ গ্রহণ ব্যতিত উৎপাদন, বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে রেনেসন্স, ৭৮, গুলশান এভিনিউ, ঢাকা-কে ৭০,০০০.০০ টাকা জরিমানা করা হয়।

উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা সুরাইয়া পারভীন, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন।

সারাদেশে একই যোগে বিএসটিআইয়ের সকল টিম এমন দায়িত্ব পালন করায় অবৈধভাবে পণ্য উৎপাদন অনেকাংশে কমে এসেছে বলে বিএসটিআই সুত্রে জানা গেছে। নিয়মিত অভিযান পরিচালনা করায় কমে এসেছে অস্বাস্থ্যকর পণ্য উৎপাদন এবং ভোক্তা ঠকানোর মনোভাব।

তবুও দেশব্যাপী অসংখ্য ব্যবসায়ীরা ভেজাল পণ্য উৎপাদন ও অনুনোমোদিত কারখানা খুলে বসে আছে।  বিএসটিআইয়ের মহাপরিচালকের সরাসরি তত্বাবধানে সারাদেশে নিয়মিত অভিযান চালানোয় কমে আসছে  দূর্নীতি। তাই বিএসটিআইকে নিয়ে আশাবাদী দেশের আপামর জনসাধারণ।

ক্রাইম ডায়রি / আদালত