বিএসটিআইয়ের অভিযানঃ আটি,কিশোরগঞ্জ ও মহাখালীতে একাধিক প্রতিষ্ঠানে জরিমানা

একাধিক প্রতিষ্ঠানে জরিমানা আদায় নমুনা মাত্র। সিলগালা ও অবৈধ ভেজাল পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলি ধারাবাহিক অভিযানের মাধ্যমে বন্ধ করে জনগনের বন্ধু হিসেবে পরিণত হয়েছে বিএসটিআই।

বিএসটিআইয়ের অভিযানঃ আটি,কিশোরগঞ্জ ও মহাখালীতে একাধিক প্রতিষ্ঠানে জরিমানা

বঙ্গকন্যার এমন আহবানে সারা দিয়ে বিএসটিআইয়ের মহাপরিচালক এর সরাসরি নির্দেশনায় বিএসটিআই ঢাকার পরিচালকের তত্ত্বাবধানে ধারাবাহিক অভিযান চালায় বিএসটিআই টিম।

আতিকুল্লাহ আরেফিন রাসেলঃ

বঙ্গকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদ্য ভেজাল রোধে ও জনস্বাস্থ্যের কথা চিন্তা করে সকল প্রকার অবৈধ, মাণহীন পণ্য উৎপাদন ও বিতরন বন্ধে কঠোর নির্দেশনা প্রদান করেছেন। সোনার বাংলায় গণমানুষ হবে নিরোগ ও স্বাস্থ্যবান এমন প্রত্যাশা ও ভালবাসা গণমানুষের প্রতি শেখ হাসিনার।  কারন তিনি বঙ্গবন্ধুর সুযোগ্য উত্তরসূরী। 

বঙ্গকন্যার এমন আহবানে সারা দিয়ে বিএসটিআইয়ের মহাপরিচালক এর সরাসরি নির্দেশনায় বিএসটিআই ঢাকার পরিচালকের তত্ত্বাবধানে ধারাবাহিক অভিযান চালায় বিএসটিআই টিম।

এরই ধারাবাহিকতায় নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা নেতৃত্বে ও ডিএমপি পুলিশের সহযোগিতায় অক্টোবর  ১০,২০২১ ইং তারিখে কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় বিএসটিআই এর  উদ্যোগে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিনা করা হয়।

এ সময় চাক্ষুষ প্রমানের ভিত্তিতে  বিএসটিআই আইন-২০১৮ অনুসারে বাধ্যতামূলক ফার্মেন্টেড মিল্ক (দই), স্পঞ্জ কেক ও পাউরুটি পণ্যের অনুকূলে গুণগত মান সনদ (সিএম লাইসেন্স) গ্রহণ ব্যতিত ও  উৎপাদনের তারিখ, মেয়াদউত্তীর্ণের তারিখ উল্লেখ না করে পণ্য তৈরী, বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধ প্রমানিত হয় রাজধানীর কেরানীগঞ্জ থানার আটিবাজারের রাজভোগ ভিআইপি সুইটস এন্ড কনফেকশনারীর  বিরুদ্ধে। 

সন্তোষজনক জবাব না দিতে পারায় ও অন্যায় প্রমানিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে তাৎক্ষণিক ( পঁচিশ হাজার টাকা) ২৫,০০০/- টাকা জরিমানা করা হয়। এই অভিযানে প্রসিকিউটর হিসেবে মোঃ রাশেদ আল মামুন, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন।

অন্যদিকে ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে ‘‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’’ অনুযায়ী ২ পেট্রোল পাম্পসহ ৩টি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ঢাকা টিমের আরেকটি দল। ঢাকা মহানগরীর মহাখালী ও কিশোরগঞ্জ জেলার মোকসেদপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়। 

বিএসটিআই সূত্রে জানা গেছে,  মহানগরীর মহাখালী এলাকায় বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে মেসার্স গুলশান সার্ভিস স্টেশন জ্বালানি তেল পরিমাপে প্রতি ১০ লিটারে ১টি অকটেন, ডিসপেন্সিং ৬০ মিলি লিটার কম প্রদান করায় ৫ হাজার টাকা এবং একই এলাকার মেসার্স বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার ভেরিফিকেশন সনদ গ্রহণ ব্যতীত ডিজিটাল স্কেল ব্যবহার করায় ও দই পণ্যের মোড়কে প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, ওজন, মূল্য ইত্যাদি উল্লেখ না থাকায় এবং পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ না থাকায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও  ভ্রাম্যমাণ আদালতে কিশোরগঞ্জ জেলার মোকসেদপুর এলাকার মেসার্স চৌধুরী ফিলিং স্টেশন জ্বালানি তেল পরিমাপে প্রতি ১০ লিটারে ১টি অকটেন ডিসপেন্সিং ইউনিটে ৪০ মিলিলিটার এবং ২টি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে ৯০ ও ৪০ মিলিলিটার কম প্রদান করায় ১০ হাজার টাকা জরিমান করা হয়। 

এখানে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম রাশিদা আক্তার এর নেতৃত্বে পরিদর্শক মোঃ ইনজামামুল হক এবং অপরটিতে কিশোরগঞ্জ জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট অর্ণব দত্তর নেতৃত্বে পরিদর্শক মোঃ নাজমুস সায়াদত অংশগ্রহণ করেন বলে জানা গেছে। 

বিএসটিআই সূত্রে জানা গেছে, এমন অভিযান ধারাবাহিকভাবে প্রতিনিয়ত পরিচালনা করা হবে।

ক্রাইম ডায়রি // আদালত