রায়গঞ্জ বাঐখোলা গ্রামে শ্লীলতাহানি অভিযোগ: থানায় এজাহার দায়ের
অনৈতিক কাজে রাজি না থাকায় তাকে প্রাণ নাশক এর হুমকি দেয়। ওই সময় আমার ছেলের বউ ডাক ও চিৎকার করলে বিবাদী নুরুল ইসলাম পালিয়ে চলে যায়।
জাকির হোসেন রনি, উত্তরাঞ্চলীয় প্রধানঃ
সিরাজগঞ্জ রায়গঞ্জ চান্দাইকোনা ইউনিয়ন বাঐখোলা গ্রামে এই ঘটনা ঘটেছে। রায়গঞ্জ বাঐখোলা গ্রামে শ্লীলতাহানি অভিযোগ উঠেছে নুরুল ইসলামের বিরুদ্ধে।
ভুক্তভোগি জান্নাতি খাতুন এ বিষয়ে এ তার শশুর বাদী হয়ে শামছুল ইসলাম (৭১) রায়গঞ্জ থানায় এজাহার দায়ের করেছে। এজাহার সূত্রে জানা যায়। বাঐখোলা গ্রামের বাসিন্দা মোঃ শামছুল ইসলাম দুপুর ১২ ঘটিকার সময় আমার বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে।
আমার ছেলের বউ মোছাঃ জান্নাতি খাতুন সাংসারিক কাজ করা অবস্থায়। ১ নং বিবাদী আমার বসতবাড়িতে প্রবেশ করে। তাকে হাত ধরে অনৈতিক কাজের প্রস্তাব দেয় । অনৈতিক কাজে রাজি না থাকায় তাকে প্রাণ নাশক এর হুমকি দেয়। ওই সময় আমার ছেলের বউ ডাক ও চিৎকার করলে বিবাদী নুরুল ইসলাম পালিয়ে চলে যায়।
একই তারিখে অনুমান ০১ ঘটিকার সময় দলবদ্ধ হয়ে পূর্বের বিরোধের জের ধরে হাতে রামদা চাইনিজ কুড়াল লোহার রড কাঠার বাটাম লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে আমাকে সহ আমার ছেলেমেয়েদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন। আমি তাতে বাধা নিষেধ করিলে।
আমার সাথে তর্ক বিতর্ক শুরু করিয়ে দেয়। আমার সাথে তর্ক বিতর্কতা দেখলে আমার ছেলে সোহাগ আগে আসলে তাকে রামদা দিয়ে তার মাথায় গুরুতর জখম করে। আমি ডাক চিৎকার করলে ১ নং বিবাদী তার দুই হাত দ্বারা আমার গলা চেপে ধরে শ্বাসরোধ করে ও আমার পরনের পাঞ্জাবি পকেট থেকে ৪,৫৫০ /-টাকা বাহির কোরিয়া নেয়। আমার ডাক চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে আসলে নুরুল ইসলাম ও তার দলবল বিভিন্ন হুমকি ধামকি দিয়ে ঘটনাস্থল থেকে ত্যাগ করে চলে যায়।
অভিযুক্তরা হলেন ১। মোঃ নুরুল ইসলাম, পিতা মৃত মোঃ আলাউদ্দিন শেখ ২।মোঃ বাপ্পি শেখ পাপ্পু (২৬)পিতা মোঃ রমজান আলী ৩।মোঃ সাব্বির হোসেন (২৩) পিতা মোঃ নুরুল ইসলাম ৪। মোঃ শফিকুল ইসলাম ৫।মোছা নারজিনা পারভীন (৩৮)উভয় পিতা মোঃ আসাব আলী। এ বিষয়ে জানতে চাইলে বিবাদী মুঠো ফোনে যোগাযোগ করলে নুরুল ইসলাম কে পাওয়া যায়নি।
এ বিষয়ে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ এর জানতে চাইলে তিনি বলেন আমি একটি লিখিত এজাহার পেয়েছি; তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নিব।
ক্রাইম ডায়রি / ক্রাইম /রনি