ফিরে দেখাঃ কোটি টাকার দূর্নীতিঃ হাসপাতাল পরিচালক ওএসডি

Looking back: Corruption of crores of taka: Hospital Director OSD

ফিরে দেখাঃ কোটি টাকার দূর্নীতিঃ হাসপাতাল  পরিচালক ওএসডি

ক্রাইম ডায়রি ডেস্কঃ

মনে আছে, যন্ত্রপাতি কেনাকাটাতে কোটি কোটি টাকার দুর্নীতির বিষয়ে অভিযুক্ত রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়ার কথা। সম্প্রতি, তদন্তে তার অপরাধ প্রাথমিক প্রমানের পর তাকে  ওএসডি (স্বাস্থ্য অধিদফতরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে। নভেম্বর  ০৩,২০২০ইং তারিখ মঙ্গলবার মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ অধিশাখার উপসচিব শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।

সেবা বিভাগের আদেশে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়াকে পরবর্তি আদেশ না দেওয়া পর্যন্ত স্বাস্থ্য অধিদফতরে ওএসডি করা হয়েছে। একইসঙ্গে হাসপাতালটিতে নিয়মিত পরিচালক পদায়ন না করা পর্যন্ত হাসাপাতালের আর্থিক কর্যক্রম পরিচালনার জন্য প্রতিষ্ঠানটির উপপরিচালক ডা. কে এম মামুন মোর্শেদকে পরিচালকের দায়িত্বসহ আয়ন-ব্যায়ন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। যন্ত্রপাতি কেনাকাটা সংক্রান্ত একটি দুর্নীতির অভিযোগে উত্তম কুমার বড়ুয়ার দুর্নীতির বিষয়টি প্রাথমিকভাবে  প্রমাণিত হয়। এ ঘটনার পর ডা. উত্তম কুমার বড়ুয়ার বিরুদ্ধে বিভাগীয় মামলা করে স্বাস্থ্য মন্ত্রণালয়।  অভিযোগে বলা হয়েছে ২০১৮-১৯ অর্থবছরে অপারেশন থিয়েটারের আটটি লাইট, দুটি কবলেশন মেশিন ও ভেন্টিলেটরসহ দুটি অ্যানেস্থেশিয়া মেশিন ক্রয়ে এই দুর্নীতি হয়েছে। অনিয়মের মাধ্যমে প্রায় ৬ কোটি ৪০ লাখ টাকা লোপাট করা হয়েছে বলে উল্লেখ  করা হয়।

ক্রাইম  ডায়রি /// ক্রাইম