পাবনায় বিএসটিআই রাজশাহীর অভিযানঃ ভূয়া কয়েল কোম্পানিকে জড়িমানা

BSTI Rajshahi operation in Pabna fines fake coil company

পাবনায় বিএসটিআই রাজশাহীর অভিযানঃ ভূয়া কয়েল কোম্পানিকে জড়িমানা

সারাদেশে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে পাবনা জেলা প্রশাসন ও বিএসটিআই বিভাগীয় অফিস রাজশাহীর যৌথ উদ্যোগে পাবনা জেলার ফকিরপুর এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিএসটিআই রাজশাহী

প্রকৌশলী জুনায়েদ আহমেদ, বিশেষ প্রতিনিধিঃ

সারাদেশে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে পাবনা জেলা প্রশাসন ও বিএসটিআই বিভাগীয় অফিস রাজশাহীর যৌথ উদ্যোগে পাবনা জেলার ফকিরপুর এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিএসটিআই রাজশাহী।  ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে মেসার্স আল মারাহ কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড এর কারখানায় এ অভিযান পরিচালনা করে। 

কারখানাটি  ফকিরপুর, মালঞ্চি,সদর, পাবনা  কারখানায় অবস্থিত।  মশার কয়েল পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স গ্রহণ না করে এবং অবৈধ ভাবে বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহার করায় বিএসটিআই আইন ২০১৮ এর ২৭ ধারা অনুযায়ী ৫০০০০/- জরিমানা করা হয়।

বিজ্ঞ নির্বাহী ম্যাজিেস্ট্রট জনাব মোঃ নাজমুস সাদাত রত্ন এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। 

প্রসিকিউটিং অফিসার হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই বিভাগীয় অফিস রাজশাহীর কর্মকর্তা জনাব মোঃ আমিনুল ইসলাম। সার্বিক সহায়তায় পাবনা জেলা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

ক্রাইম ডায়রি // জেলা// আদালত