রাজশাহীতে অশ্লীল টিকটক ভিডিও বানানোর সময় গ্রেফতার একদল তরুন তরুনী

A group of young women were arrested while making a pornographic video in Rajshahi

রাজশাহীতে অশ্লীল টিকটক ভিডিও বানানোর সময় গ্রেফতার একদল তরুন তরুনী

সম্প্রতি,অশ্লীল ও অশালীন পোশাকে দৃষ্টি কটু টিকটক ভিডিও বানানোর সময় রাজশাহীতে নয়জনকে গ্রেফতার করেছে পুলিশের একটি বিশেষ টিম।

রাজশাহী মহানগর সংবাদদাতাঃ

টিকটক মানেই যেন অশ্লীলতা। বিশেষ করে পশ্চিমা দেশগুলোর মতো পোশাক পড়ে অভিনয় করতে গিয়ে এদেশের কিছু তরুন তরুনী যেন ওদেরকেও ছাড়িয়ে একধাপ এগিয়ে গিয়ে পোশাক ও ভাষাকে অশ্লীলতায় ভরপুর করে ফেলে।

আর এসব দৃশ্যের রগরগে ভিউয়ার এদেশের কোমলমতিরা। থামানোর যেন কেউ নেই। কিন্তু না? অভিভাবকরা এবার কোমলমতিদের রক্ষায় নড়েচড়ে বসেছেন।  সম্প্রতি,অশ্লীল ও অশালীন পোশাকে দৃষ্টি কটু টিকটক ভিডিও বানানোর সময় রাজশাহীতে নয়জনকে গ্রেফতার করেছে পুলিশের একটি বিশেষ টিম।

রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে বলে রাজশাহী মহানগর পুলিশ সুত্রে জানা গেছে। 

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যার সময় রাজশাহী  মহানগরীর ভদ্রা পার্ক, পদ্মা গার্ডেন, জিয়া পার্ক ও আলিফ-লাম-মীম ভাটার মোড়ে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়। গ্রেফতার নয়জনের মধ্যে তিনজন কিশোরী। এছাড়া একজন কিশোরও আছে। এদের বয়স ১৪ থেকে ১৭ বছরের মধ্যে। রাজশাহীর বিভিন্ন এলাকায় তাদের বাড়ি। 

গ্রেফতার অন্য পাঁচজন হলো- মহানগরীর ছোটবনগ্রাম হাউজিং কোয়ার্টার এলাকার এসএম সিহাব ওরফে অন্তর (২৫), একই এলাকার মমিনুল ইসলাম (২৪), রাজশাহীর পুঠিয়া উপজেলার কাঁঠালবাড়িয়া এলাকার শরিফুল ইসলাম (২০), রাজশাহীর এয়ারপোর্ট থানার বিরস্তালের ইসতিয়াক আহমেদ রিফাত (১৯) ও পবা উপজেলার বড় ভালাম এলাকার লালন শাহ (২৪)।

 রাজশাহী মহানগর পুলিশের কমিশনার আবু কালাম সিদ্দিক তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানান, অশ্লীল ও অশালীন টিকটক ভিডিও বানানোর অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবপ বলে তিনি সাংবাদিকদের জানান।

এদিকে এমন গ্রেফতারে পুলিশের  ভূয়সী প্রশংসা করছেন রাজশাহীবাসী। তারা মনে করছেন এবার কোমলমতিদের জন্য সত্যিকারের অভিভাবকের ভূমিকা পালন করল পুলিশ। এটা পুরো দেশের জন্য রোল মডেল। সারাদেশের পুলিশ স্ব স্ব এলাকায় এমন অভিযান পরিচালনা করলে খুব দ্রুতই অশ্লীলতা ও বেহায়াপনার হাত থেকে রেহাই পাবে কোমলমতি শিক্ষার্থীরা।

ক্রাইম ডায়রি/ স্পেশাল