র‌্যাব-১০ এর হাতে প্রেমিক-প্রেমিকা সেজে অটোরিকশা ছিনতাই চক্রের গ্যাং আটক

RAB-10 arrests autorickshaw hijacking gang

র‌্যাব-১০ এর হাতে প্রেমিক-প্রেমিকা সেজে অটোরিকশা ছিনতাই চক্রের গ্যাং আটক
র‌্যাব-১০ এর হাতে প্রেমিক-প্রেমিকা সেজে অটোরিকশা ছিনতাই চক্রের গ্যাং আটক

ক্রাইম ডায়রি ডেস্কঃ

আটককৃতরা প্রেমিক-প্রেমিকা সেজে অটোরিকশা ভাড়া নিতেন। এরপর ভাড়া করা রিকশায় চেপে চলে যেতেন নির্জন কোনো জায়গায়। সেখানে আগে থেকেই ওৎ পেতে থাকত টিম বি। টিম এ আসার পর ধারালো অস্ত্র ঠেকিয়ে অটোরিকশা ছিনিয়ে নিত তারা

 

 

নানা ফাঁদে ফেলে প্রতারণার ঘটনা রাজধানীতে নতুন নয়। বাবা ডেকে বুকে জড়িয়ে বুকে ছুড়ি  মারে এই শহরে। স্বামী স্ত্রী সেজে বাসা ভাড়া নিয়ে চুরি করে পালিয়ে যায়। এমন আরও কত নাটক। এমনই একটি চক্রকে আটক করেছে বিশেষায়িত বাহিনী RAB. আটককৃতরা প্রেমিক-প্রেমিকা সেজে অটোরিকশা ভাড়া নিতেন। এরপর ভাড়া করা রিকশায় চেপে চলে যেতেন নির্জন কোনো জায়গায়। সেখানে আগে থেকেই ওৎ পেতে থাকত টিম বি। টিম এ আসার পর ধারালো অস্ত্র ঠেকিয়ে অটোরিকশা ছিনিয়ে নিত তারা। রাজধানীর কেরানীগঞ্জে এরকম একটি চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে RAB. তাদের দেয়া তথ্যমতে কেরানীগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখানের একাধিক গ্যারেজে অভিযান চালিয়ে ৭টি অটোরিকশা ও ১টি সিএনজি উদ্ধার করা হয়েছে। এছাড়াও গ্রেফতারকৃতদের কাছ থেকে ১টি সুইচ গিয়ার চাকু, ২টি বড় ছোরা ও ১টি চাইনিজ কুড়াল উদ্ধার করেছে, RAB-10. এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন র‌্যাব-১০ কেরানীগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার এএসপি আবুল কালাম আজাদ।

আবুল কালাম আজাদ বলেন, কেরানীগঞ্জের ঝিলমিল এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা ও সিএনজিচালিত অটোরিকশা ছিনতাই হচ্ছে বলে RAB -10 এর কাছে ভুক্তভোগীরা অভিযোগ করে আসছিলেন। এরই  ধারাবাহিকতায়  RAB -10 এর একাধিক টিম ছিনতাইয়ের সঙ্গে যুক্ত চক্রটিকে ধরার জন্য নজরদারি শুরু করে।

গত ২৬ ডিসেম্বর রাত ৯টার দিকে প্রেমিক-প্রেমিকা সেজে চক্রের দুই সদস্য কদমতলী গোলচত্বর থেকে একটি অটোরিকশা ভাড়া নেয়। ঝিলমিল আবাসন প্রজেক্টের নির্জন স্থানে আসার সঙ্গে সঙ্গে চক্রের ৪-৫ সদস্য ধারালো অস্ত্রের মুখে চালককে জিম্মি করে অটোরিকশাটি ছিনিয়ে নেয়।

এ সময় চালকের চিৎকারে টহলে থাকা RAB -10 সদস্যরা রানা (২৪) নামে এক ছিনতাইকারীকে ধরে ফেললেও বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে রানার স্বীকারোক্তি মোতাবেক এই চক্রের অন্যান্য ছিনতাইকারী হাবিল (২৪) ও সালাউদ্দিনকে (৩০) গ্রেফতার করে RAB-10. তাদের তথ্যমতে, কেরানীগঞ্জের ইকুরিয়া, আবদুল্লাপুর ও মুন্সীগঞ্জের সিরাজদিখান থানাধীন চরগুলগুলিয়া এলাকার একাধিক গ্যারেজে অভিযান চালিয়ে ছিনতাই হওয়া ৭টি অটোরিকশা ও ১টি সিএনজি জব্দ করা হয়েছে। এছাড়াও চক্রের সদস্যদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি সুইচ গিয়ার চাকু, ২টি বড় ছোরা ও ১টি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে।

র‌্যাব কর্মকর্তা আবুল কালাম আজাদ আরও বলেন, চক্রটিতে একজন নারী রয়েছে। ওই নারী প্রেমিকা ও চক্রের যে কোনো পুরুষ সদস্য প্রেমিক সেজে অটোরিকশা ভাড়া নিয়ে ছিনতাই করত। এরপর সেটি কেরানীগঞ্জ ও সিরাজদিখানের বিভিন্ন গ্যারেজ মালিকের কাছে কমদামে বিক্রি করে দিত। চক্রটিতে ৮-৯ জনের মতো সদস্য রয়েছে। এর মধ্যে সরাসরি জড়িত ৩ জন ও রিকশা কেনাবেচার সঙ্গে জড়িত ৩ জনসহ মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে  অভিযান চালাচ্ছে বিশেষায়িত বাহিনী RAB.

র‌্যাবের হাতে গ্রেফতারকৃতরা জানিয়েছে যে , তারা  আটকের এক সপ্তাহের মধ্যে ৮টি অটোরিকশা ছিনতাই করেছে। এর মধ্যে ৭টি অটোরিকশা উদ্দেশ্যে করতে পেরেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

দক্ষিণ কেরানীগঞ্জ থানার  ওসি তদন্ত শাহাদাৎ হোসেন সাংবাদিকদের  জানান, এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে একটি ডাকাতির মামলা দায়ের করা হয়েছে।  আটককৃতদের  ১০ দিনের রিমান্ড চেয়ে  আদালতে আবেদন করা হয়েছে। এ বিষয়ে সতর্ক থাকার জন্য জনগনকে পুলিশের পক্ষ হতে  অনুরোধ জানানো হয়েছে। 

ক্রাইম ডায়রি // ক্রাইম