বাহির হতে বোঝার উপায় নেইঃ সিলগালা হলেও সচল প্রতিষ্ঠান

There is no way to understand to get out - even if it is a sealed organization

বাহির হতে বোঝার উপায় নেইঃ সিলগালা হলেও সচল প্রতিষ্ঠান

কেরানীগঞ্জ সংবাদদাতাঃ

পরিবেশ অধিদপ্তর এর লাইসেন্স ছাড়া ওয়াশিং, ডাইং কিংবা হাইজিন পন্যের কারখানাগুলো চলছে দেদারসে। এদের না আছে কোন ইটিপি প্ল্যান্ট,না আছে কোন লাইসেন্স।

পরিবেশ অধিদপ্তর এর লাইসেন্স ছাড়া ওয়াশিং, ডাইং কিংবা হাইজিন পন্যের কারখানাগুলো চলছে দেদারসে। এদের না আছে কোন ইটিপি প্ল্যান্ট,না আছে কোন লাইসেন্স। ফলে, রাজধানীর পরিবেশ রক্ষায় একমাত্র অবলম্বন বুড়িগঙ্গা নদীর পানি কেমিক্যাল বর্জ্যে দূষিত হচ্ছে। এজন্য বুড়িগঙ্গার পানি দূষণরোধে দুই তীরে ইটিপি ছাড়া (পানি বিশুদ্ধকরণ প্রক্রিয়া) স্থাপিত সব ওয়াশিং, ডাইং ও প্রিন্টিং কারখানা বন্ধের নির্দেশনা রয়েছে উচ্চ আদালতের। তবে কে মানে কার কথা??  সব আদেশ অমান্য করে কেরানীগঞ্জ ও এর আশেপাশে প্রায়  শতাধিক ওয়াশিং, ডাইং ও প্রিন্টিং এবং কেমিক্যাল কারখানা এখন পর্যন্ত  চলমান। কারখানাগুলোর তরল বর্জ্য পদার্থপড়ছে বুড়িগঙ্গায়। একাধিকবার  পরিবেশ অধিদপ্তর অভিযান পরিচালনা করেছে তবুও বন্ধ হয়নি এগুলো। গ্যাস বিচ্ছিন্ন করে সিলগালা করে দেয়া হয়।  অভিযান শেষে কর্মকর্তারা চলে যাওয়ার পরপরই বন্ধ কারখানা আবারও চালু করে মালিকরা।

সুত্রে জানা গেছে,  ২০২০ সালের ৩০ নভেম্বর ইউ এনও অমিত দেবনাথ আগানগর এলাকার ৬টি ওয়াশিং কারখানার বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে সিলগালা করে দেন। এমনকি কারখানাগুলো বন্ধ করা হয়েছে মর্মে স্টিকার লাগিয়ে দেয়া হয়।

মঙ্গলবার ও বুধবার সরেজমিন দেখা গেছে, সিলগালা করে দেয়া এসব কারখানা সচল রয়েছে। কারখানাগুলোর প্রধান ফটক বন্ধ রয়েছে। কিন্তু বিকল্প গেট বানিয়ে ভেতরে কাজ করছেন শ্রমিকরা। নেয়া হয়েছে বিদ্যুৎ ও গ্যাস সংযোগও।

 কালীগঞ্জ এলাকার ২২টি কারখানা বন্ধ করে দেয় পরিবেশ অধিদপ্তর। এরপর ২৬ নভেম্বর উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতর যৌথ অভিযান চালিয়ে আরও ১২টি কারখানা বন্ধ করে। 

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ বলেন, উচ্চ আদালতের নির্দেশনা বাস্তবায়নে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতর কয়েক দফায় কারখানাগুলোতে অভিযান চালিয়েছি। কিছু কারখানাকে জরিমানা করা হয়েছে। কিছু কারখানা বন্ধ করে দেয়া হয়েছে।

ক্রাইম ডায়রি // আদালত