পুলিশ সপ্তাহ-২০২২ এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পুলিশ সপ্তাহ-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে বঙ্গকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পঁচাত্তরের ১৫ আগস্ট জাতির জনক হত্যার ঘটনা তুলে ধরে বলেন, আমাদের বাসায় সেদিন যখন আক্রমণ চালায় তখন এসবি সিদ্দিকুর রহমান এতে বাধা দিয়েছিল। তাকে গুলি করে হত্যা করা হয়। আরও অনেক পুলিশ সদস্য সেদিন আহত হন। আমি তাদের স্মরণ করি। 

পুলিশ সপ্তাহ-২০২২ এর  উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জানুয়ারি ২৫,২০২২ইং মঙ্গলবার সকালে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর সম্মেলন অনুষ্ঠিত হবে। এদিন বিকালে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে প্রধান বিচারপতির সম্মেলন এবং সন্ধ্যায় ভার্চুয়ালি ভাষণ দেবেন রাষ্ট্রপতি। জানুয়ারি ২৬, ২০২২ইং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আইজিপির সম্মেলন অনুষ্ঠিত হবে। পুলিশ সপ্তাহের শেষ দিন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন মন্ত্রীর সম্মেলন অনুষ্ঠিত হবে। এদিন বিকালে উচ্চপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মন্ত্রিপরিষদ সচিবের সম্মেলনের মাধ্যমে সপ্তাহের কার্যক্রম শেষ হবে।  

শাহাদাত হোসেন রিটনঃ

‘দক্ষ পুলিশ, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ —এ স্লোগানে শুরু হয়েছে ‘পুলিশ সপ্তাহ-২০২২’। বঙ্গকন্যা ও প্রধানমন্ত্রী শেখহাসিনা ভার্চুয়ালি এ অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা বাংলাদেশ পুলিশের বেতনভাতাসহ নানা সুযোগ-সুবিধা নিশ্চিত করেছি। ২০০৯ সালে সরকার গঠন করার পর পুলিশের সাংগঠনিক কাঠামোতে ৮২ হাজার ৫৮৩টি পদ সৃজন করেছি।

জানুয়ারী ২২,২০২২ইং রোববার সকাল ১০টায় রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে পুলিশ সপ্তাহ-২০২২ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আমরা কমিউনিটি পুলিশ জনগণের সঙ্গে সম্পৃক্ত করে দেশের আইনশৃঙ্খলা জানমাল রক্ষা করার ব্যবস্থা নিয়েছি। আমরা শিল্প পুলিশ করে দিয়েছি। 

পঁচাত্তরের ১৫ আগস্ট জাতির জনক হত্যার ঘটনা তুলে ধরে শেখ হাসিনা বলেন, আমাদের বাসায় সেদিন যখন আক্রমণ চালায় তখন এসবি সিদ্দিকুর রহমান এতে বাধা দিয়েছিল। তাকে গুলি করে হত্যা করা হয়। আরও অনেক পুলিশ সদস্য সেদিন আহত হন। আমি তাদের স্মরণ করি। 

প্রধানমন্ত্রী বলেন, ১৯৮১ সালে আওয়ামী লীগ আমাকে সভাপতি নির্বাচিত করে। আমি দেশে ফিরে এসে দেখি খুনি-দোসররা ক্ষমতায়। আমরা ১৯৯৬ সালে ক্ষমতায় এসে দেখলাম, তখন পুলিশের বাজেট ছিল মাত্র ৪০০ কোটি টাকা। সেটিকে আমরা ৮০০ কোটি টাকা করে দিয়েছিলাম। পুলিশের বেতন-রেশন বৃদ্ধি করেছি। ট্রাস্ট ফান্ড গঠন করি। পুলিশের জন্য ঝুঁকি ভাতা আমরা প্রণয়ন করি।
‘দক্ষ পুলিশ, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ স্লোগানে এবার শুরু হয়েছে ‘পুলিশ সপ্তাহ-২০২২’। সকালে প্রধানমন্ত্রীর নির্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল অনুষ্ঠানস্থলে এসে দৃষ্টিনন্দন প্যারেড পরিদর্শন করেন।

বার্ষিক পুলিশ প্যারেডে অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেন পুলিশ সুপার মো. ছালেহ উদ্দিন। তার নেতৃত্বে বিভিন্ন কন্টিনজেন্টের পুলিশ সদস্যরা প্যারেডে অংশ নিয়েছেন। জানুয়ারি ২৩,২০২২ইং রোববার সকাল ১০টায় রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে পুলিশ সপ্তাহ-২০২২ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি প্যারেডে ভার্চুয়ালি উপস্থিত থেকে পুলিশের বিভিন্ন কন্টিনজেন্ট এবং পতাকাবাহী দলের সুশৃঙ্খল, দৃষ্টিনন্দন প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করছেন। সকালে প্রধানমন্ত্রীর নির্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল অনুষ্ঠানস্থলে এসে দৃষ্টিনন্দন প্যারেড পরিদর্শন করেন।

তৃতীয় দিন (মঙ্গলবার) সকালে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর সম্মেলন অনুষ্ঠিত হবে। এদিন বিকালে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে প্রধান বিচারপতির সম্মেলন এবং সন্ধ্যায় ভার্চুয়ালি ভাষণ দেবেন রাষ্ট্রপতি। ২৬ জানুয়ারি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আইজিপির সম্মেলন অনুষ্ঠিত হবে। পুলিশ সপ্তাহের শেষ দিন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন মন্ত্রীর সম্মেলন অনুষ্ঠিত হবে। এদিন বিকালে উচ্চপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মন্ত্রিপরিষদ সচিবের সম্মেলনের মাধ্যমে সপ্তাহের কার্যক্রম শেষ হবে।  

সূত্র জানায়, প্রধানমন্ত্রীর সঙ্গে পুলিশ কর্মকর্তাদের দরবার এবার করোনার কারণে বাতিল করা হয়েছে। করোনা পরিস্থিতি বিবেচনায় পুলিশের দাবিগুলো প্রধানমন্ত্রীকে লিখিতভাবে জানানো হবে। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিভিন্ন দাবিদাওয়া উপস্থাপন করা হবে।

পুলিশ সপ্তাহের অন্যতম আকর্ষণ হলো বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) এবং রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) প্রদান। করোনা পরিস্থিতির কারণে গত বছর পুলিশ সপ্তাহ উদযাপন না হওয়ায় এবার ২০২০ ও ২০২১ সালের বিপিএম-পিপিএম পদক একসঙ্গে দেওয়া হবে। মোট ২৩০ পুলিশ কর্মকর্তা বিপিএম ও পিপিএম পদক পাচ্ছেন।

প্রতি বছর প্রধানমন্ত্রী এ পদকসংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রদান করেন। এবারও প্রধানমন্ত্রীর পক্ষে পদক তুলে দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। উল্লেখ্য যে  বিগত বছর বাংলাদেশ পুলিশের বড় সম্মেলন পুলিশ সপ্তাহ-২০২১ অনুষ্ঠিত হয়নি।  তাই এবার সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে এবং স্বাস্থ্যবিধি মেনে  কঠোর বিধিনিষেধ অনুসরণের মধ্য দিয়ে  হচ্ছে পুলিশ সপ্তাহ-২০২২ অনুষ্ঠিত হচ্ছে। 

ক্রাইম ডায়রি//জাতীয়