বিএসটিআই বগুড়ার মোবাইল কোর্ট পরিচালনাঃ ০৩টি প্রতিষ্ঠানকে জরিমানা ও মামলা দায়ের

বিএসটিআইয়ের সুদক্ষ মহাপরিচালক এর নির্দেশনায় সারাদেশে মানহীন পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান গুলোর বিরুদ্ধে ধারায় অভিযান চলমান।

বিএসটিআই বগুড়ার মোবাইল কোর্ট পরিচালনাঃ ০৩টি প্রতিষ্ঠানকে জরিমানা ও মামলা দায়ের

BSTI  Bogra operates Mobile Court:Fines and lawsuits were filed against 03 organizations

শরীফা আক্তার স্বর্নাঃ

বগুড়ায় বিএসটিআই’র মোবাইল কোর্টে এক লক্ষ এক টাকা জরিমানা এবং ০৩টি অবৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

 ওজন ও পরিমাপে কম দেওয়ায় মেসার্স মির্জাপুর ফিলিং স্টেশনকে ১,০০,০০০/- (এক লক্ষ টাকা) জরিমানা করা হয় এবং বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ না করে ‘মরিচের গুড়া ও হলুদের গুড়া’ উৎপাদন ও বিক্রয়-বিতরণ করায় মেসার্স রোকেয়া সুমাইয়া স্টোরকে ১০০০/- জরিমানা করা হয়

বিএসটিআইয়ের সুদক্ষ মহাপরিচালক এর নির্দেশনায় ও বিএসটিআই রাজশাহীর পরিচালক প্রকৌশলী জনাব সেলিম রেজা এর সরাসরি নির্দেশনায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) জেলা অফিস, বগুড়া এবং উপজেলা প্রশাসন, শেরপুর, বগুড়া এর যৌথ অভিযানে সেপ্টেম্বর ২,২০২১ইং বৃহঃবার বগুড়া জেলার শেরপুর উপজেলায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

এতে ওজন ও পরিমাপে কম দেওয়ায় মেসার্স মির্জাপুর ফিলিং স্টেশনকে ১,০০,০০০/- (এক লক্ষ টাকা) জরিমানা করা হয় এবং বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ না করে ‘মরিচের গুড়া ও হলুদের গুড়া’ উৎপাদন ও বিক্রয়-বিতরণ করায় মেসার্স রোকেয়া সুমাইয়া স্টোরকে ১০০০/- জরিমানা করা হয়। 


উপজেলা নির্বাহী অফিসার, শেরপুর, বগুড়া জনাব মোঃ ময়নুল ইসলাম এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন বিএসটিআই জেলা অফিস, বগুড়া এর পরিদর্শনকারী কর্মকর্তা (সিএম উইং) প্রকৌশলী জুনায়েদ আহমেদ ও সহকারী পরিচালক (মেট্রোলজি উইং) মোঃ জুলফিকার আলী।


এছাড়া বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ না করে অবৈধভাবে ‘ক্লে ব্রিকস (ইট)’ বিক্রি-বিতরণ করায় মেসার্স এসআরবি ব্রিকস-২, চন্ডিহারা, শিবগঞ্জ, বগুড়া এবং অবৈধভাবে উৎপাদিত পাউরুটি ও কেক’ বিক্রি-বিতরণ করায় সদরের পালশা এলাকার মেসার্স রূপালী বেকারী ও মেসার্স লামিয়া বেকারী এর বিরুদ্ধে ‘বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন-২০১৮’ এর ২১ ধারা মোতাবেক নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলে বিএসটিআই সুত্রে জানা গেছে। 

বিএসটিআই বগুড়ার কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ ক্রাইম ডায়রিকে জানিয়েছেন রাজশাহী বিএসটিআই এর পরিচালক প্রকৌশলী সেলিম রেজা এর সরাসরি নির্দেশনা রাজশাহী বিভাগে কোন মানহীন পণ্য থাকবেনা।

এরই ধারাবাহিকতায় বিএসটিআই রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক প্রকৌশলী আসলাম উদ্দিন ও সহকারী পরিচালক জনাব দেবব্রত বিশ্বাস এর তত্বাবধানে বিএসটিআইয়ের রাজশাহী অঞ্চলে অবৈধভাবে মানহীন পন্য উৎপাদনকারী প্রতিষ্ঠান এখন শুন্যের কোঁঠায় বলে টিম ক্রাইম ডায়রির অনুসন্ধানে বেড়িয়ে এসেছে। এরপরেও বিএসটিআইয়ের অভিযান অব্যহত থাকবে বলে ক্রাইম ডায়রিকে জানিয়েছেন প্রকৌশলী জুনায়েদ আহমেদ। 

ক্রাইম ডায়রি // আদালত