চলাচল অনুপযোগী রাস্তায় নাজেহাল নিয়ামতি বাসি , সংস্কারের জোর দাবি

তিন গ্রামের প্রায় ৩০ হাজার বাসিন্দার যোগাযোগের একমাত্র মাধ্যম এই সড়ক।

চলাচল অনুপযোগী রাস্তায় নাজেহাল নিয়ামতি বাসি , সংস্কারের জোর দাবি
ছবি-ক্রাইম ডায়রি

 কয়েক বছরের বেশি সময় ধরে এই গুরুত্বপূর্ন সড়কটির মারাত্মক বেহাল দশা

মোঃ রাব্বী মোল্লা (বরিশাল), বাকেরগঞ্জ:

বরিশাল জেলার বাকেরগঞ্জের জনবহুল ইউনিয়ন নিয়ামতি, উক্ত ইউনিয়ন কে চিনেনা এমন মানুষ বাংলায় খুব কম আছে । এই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের “কৃষ্ণনগর, ঢালমারা ও রুপারঝোর” এই তিন গ্রামের গুরুত্বপূর্ণ সড়ক চালিতাতলা বাজার ব্রিজ হতে মোল্লা বাড়ির সামনে দিয়ে রুপারঝোর সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত বিস্তৃত।

তিনটি গ্রামের মধ্যে সংযোগ রক্ষাকারী এবং বিশেষ করে ৪নং ওয়ার্ডের ভোট কেন্দ্রে যাওয়ার ও এক মাত্র সড়ক এটি ।

তিন গ্রামের প্রায় ৩০ হাজার বাসিন্দার যোগাযোগের এক মাত্র মাধ্যম এই সড়ক ধরেই প্রতিদিন কোমলমতি স্কুল শিক্ষার্থী, রুগ্ন-বয়ষ্ক , নারী-শিশু ও কৃষক -শ্রমিক ও ব্যবসায়ীরা যাতায়াত করেন।

 কয়েক বছরের বেশি সময় ধরে এই গুরুত্বপূর্ন সড়কটির মারাত্মক বেহাল দশা। সরেজমিন ঘুরে দেখা যায় , মরহুম মোঃ ইউনুচ হাওলাদার (ইউনুচ মিস্ত্রি)’র বাড়ির সামনে ও মোল্লা বাড়ির সামনের রাস্তাটি বৃষ্টি ও পানির অতিরিক্ত চাপের কারনে ভেঙ্গে কোমর সমান পানির এমন খাঁদ হয়ে সমতল ভূমির সাথে মিশে গেছে যে দেখে বুঝার উপায় নেই এখানে কোনো রাস্তা আছে, কি নেই।

বিক্ষুব্ধ এলাকা বাসির দাবি -সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দ্রুত এই সমস্যার সমাধানে এগিয়ে আসেন।

ক্রাইম ডায়রি / জেলা/ রাব্বি