ঠিকাদারীতে স্বেচ্ছাচারিতার দিন শেষঃ সব কাজ আর এক ঠিকাদার পাবেনা

The days of arbitrariness in contracting are over : all the work will not be done by one contractor

ঠিকাদারীতে স্বেচ্ছাচারিতার দিন শেষঃ  সব কাজ আর এক ঠিকাদার পাবেনা

শরীফা আক্তার স্বর্নাঃ 

বঙ্গকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়টি উপলব্ধি করে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান একাধিক যেন কাজ না পায়, সেদিকে নজর রাখতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশনা দিয়েছেন

বারবার একই ঠিকাদার কাজ পাওয়ায় একসময় তারা স্বেচ্ছাচারী  হয়ে যায়। কাজ নিম্নমানের করলেও তখন বলার মত কেউ থাকেনা।। ঠিকাদারদের এমন স্বেচ্ছাচারীতা ও দূর্নীতি বন্ধ  করতে হলে সব কাজ এক ঠিকাদার না পেয়ে বিভিন্ন জন বিভিন্ন কাজ পেলে কাজের যেমন গুন বিচার করা যায় তেমনি সবাই কর্মের সুযোগ পায়। বঙ্গকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়টি উপলব্ধি করে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান একাধিক যেন কাজ না পায়, সেদিকে নজর রাখতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশনা দিয়েছেন।

নভেম্বর ২৪,২০২০ইং মঙ্গলবার  জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব নির্দেশনা দেন। সভা শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনে প্রধানমন্ত্রীর এসব বক্তব্য তুলে ধরেন পরিকল্পনা বিভাগের জ্যেষ্ঠ সদস্য মো. আসাদুল ইসলাম।

বঙ্গকন্যা এ বিষয়ে বলেন, সরকারি প্রকল্পগুলোতে কাজের গুণগতমান ঠিক রেখে নির্ধারিত সময়ে কাজ শেষ করতে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর কাজের তদারকি করতে হবে। একটি কাজ শেষ না হওয়ায় পর্যন্ত অন্য কাজ পেলে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ সম্পন্ন করতে বিলম্ব হয়।

বঙ্গকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা  বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজের অগ্রগতি সম্পর্কে সব মন্ত্রণালয়কে একটি তালিকা তৈরি করবে এবং তা প্রকাশ করতে হবে। চলমান কাজ শেষ করলে পরের কাজ পাবে। এতে একদিকে নতুন ঠিকাদারি প্রতিষ্ঠান গড়ে উঠবে অপরদিকে কাজের গুণগত মাণ যাচাইয়ের সুযোগ তৈরি হওয়ায় ভাল কাজে প্রতিযোগিতা শুরু হবে। আবার, সময়মতো আমাদের নির্মাণ কাজও শেষ হবে বলে তিনি বলেন।

ক্রাইম ডায়রি //জাতীয়