গরীবের চাল আত্নসাৎ, কারাগারে ইউপি চেয়ারম্যান

The rice of the poor is burnt, the UP chairman is in jail

গরীবের চাল আত্নসাৎ, কারাগারে ইউপি চেয়ারম্যান

কুষ্টিয়া সংবাদদাতাঃ

সারাদেশ যখন অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার যখন বঙ্গকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যায়ের কারনে নিজ দলের কোন নেতাকে ও ছাড় দিচ্ছেন না । তখন খোদ গরীব জনগোষ্টির চাল আত্নসাৎ নেহাতই ছোট কোন অপরাধের মধ্যে পড়েনা। সম্প্রতি এমনই এক অপরাধে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জেলে পাঠিয়েছে আদালত। জানা গেছে,  জাল ভিজিডি কার্ডের মাধ্যমে চাল আত্মসাৎ মামলায় ইউপি চেয়ারম্যানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

অভিযুক্ত জামিরুল ইসলাম বাবু উপজেলার রিফাইয়েতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। নভেম্বর ২৪,২০২০ইং  মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার সিনিয়র জুডিসিয়াল আমলী আদালতের (দৌলতপুর) হাকিম এনামুল হক এই আদেশ দেন।

ওই চেয়ারম্যান রুবিনার ভিজিডি কার্ডের বিপরীতে ২০১৯-২০ বরাদ্দ হওয়ায় সরকারি চাল আত্মসাৎ করেন। রুবিনা এ ব্যাপারে কিছুই জানতেন না। সম্প্রতি বিষয়টি জানাজানি হলে রুবিনা খাতুন সংশ্লিষ্ট অফিসে গিয়ে জানতে পারেন তার নামে ২০১৯-২০ অর্থ বছরের ভিজিডি কার্ড রয়েছে। সেই কার্ডে নিয়মিত চাল উত্তোলন হয়। 

এর আগে গত ১৭ নভেম্বর দুপুরে কুষ্টিয়ার আদালতের বিচারক এনামুল হক মামলাটি আমলে নিয়ে এজাহারভুক্ত করার জন্য দৌলতপুর থানার ওসিকে নির্দেশ দেন। আদেশের পরে আজ (মঙ্গলবার) ওই মামলায় জামিনের জন্য আবেদন করেন চেয়ারম্যান জামিরুল ইসলাম। 

আদালত ও স্থানীয় সুত্রে জানা গেছে, দৌলতপুর উপজেলার রিফাইয়েতপুর ইউনিয়নের চেয়ারম্যান জামিরুল ইসলাম বাবু একই ইউনিয়নের বাসিন্দা রুবিনা খাতুনের ভোটার আইডি কার্ড ব্যবহার করে তার (রুবিনা) নামে একটি ভিজিডি কার্ড তৈরি করেন। 

ওই চেয়ারম্যান রুবিনার ভিজিডি কার্ডের বিপরীতে ২০১৯-২০ বরাদ্দ হওয়ায় সরকারি চাল আত্মসাৎ করেন। রুবিনা এ ব্যাপারে কিছুই জানতেন না। সম্প্রতি বিষয়টি জানাজানি হলে রুবিনা খাতুন সংশ্লিষ্ট অফিসে গিয়ে জানতে পারেন তার নামে ২০১৯-২০ অর্থ বছরের ভিজিডি কার্ড রয়েছে। সেই কার্ডে নিয়মিত চাল উত্তোলন হয়।  এতে ক্ষিপ্ত হয়ে ভুক্তভোগী ঐ নারী ও তার ভাই মোঃ মুন্না মঙ্গলবার চেয়ারম্যান জামিরুল ইসলাম বাবুর বিরুদ্ধে আদালতে একটি মামলা করেন। আদালত মামলাটি গ্রহণ করে এজাহারভুক্ত করার জন্য দৌলতপুর থানার ওসিকে নির্দেশ দেন।

ক্রাইম ডায়রি//ক্রাইম