১১ দলীয় আসন সমঝোতা: আজ বিকেল সাড়ে ৪টায় চূড়ান্ত ঘোষণা

১১ দলীয় আসন সমঝোতা: আজ বিকেল সাড়ে ৪টায় চূড়ান্ত ঘোষণা
ছবি- অনলাইন হতে সংগৃহীত

বিশেষ প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীসহ ১১ দলের মধ্যে গঠিত জোটের আসন সমঝোতা বিষয়ে আজ চূড়ান্ত ঘোষণা আসছে।
বুধবার (১৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মুক্তিযোদ্ধা হলে (দ্বিতীয় তলা) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হবে। এতে জোটভুক্ত ১১ দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
সংবাদ সম্মেলনের বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় আসন সমঝোতা জোটের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ।
এর আগে আসন সমঝোতা ইস্যুতে মঙ্গলবার (১৩ জানুয়ারি) পৃথকভাবে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ।
জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের জানান, উভয় পক্ষের মধ্যেই আলোচনা হয়েছে এবং সামগ্রিকভাবে অগ্রগতি ইতিবাচক। তিনি বলেন, বুধবার যৌথ সংবাদ সম্মেলনের মাধ্যমেই বিস্তারিত জানানো হবে।
ডা. তাহের আরও বলেন, সংবাদ সম্মেলনের আগে ১১ দলের শীর্ষ নেতাদের মধ্যে একটি সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হবে। এরপরই আসন বণ্টনসহ চূড়ান্ত সিদ্ধান্ত গণমাধ্যমের সামনে তুলে ধরা হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ জোটে থাকছে কি না—এ প্রশ্নে তিনি বলেন, এখন পর্যন্ত আলোচনা ইতিবাচক রয়েছে।
অন্যদিকে খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের জানান, এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে তার দলের সঙ্গে যোগাযোগ করা হয়নি, তবে আলোচনা চলছে।
মঙ্গলবার গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান জানান, ১৪ জানুয়ারি বিকেল সাড়ে ৪টায় ১১ দলের চূড়ান্ত আসন তালিকা ঘোষণা করা হবে।
এদিকে একই দিন সন্ধ্যার পর ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতাদের মধ্যেও বৈঠক অনুষ্ঠিত হয়। দলটির যুগ্ম সম্পাদক শেখ ফজলে বারী মাসুদ বলেন, আসন সমঝোতা নিয়ে আলোচনা চলছে এবং বুধবারই চূড়ান্ত ঘোষণা আসতে পারে।
এর আগে সোমবার (১২ জানুয়ারি) জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানিয়েছিলেন, এক থেকে দুই দিনের মধ্যেই জোটের আসন সমঝোতা চূড়ান্ত হবে। ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বর্তমানে নির্বাচন কমিশনে আপিল শুনানি চলমান রয়েছে। শিগগিরই প্রতীক বরাদ্দ ও নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার কথা থাকলেও জামায়াত নেতৃত্বাধীন জোটের আসন সমঝোতা এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ হয়নি। এ বিষয়ে জামায়াত আমির বলেন, খুব শিগগিরই সবাইকে একসঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে

দৈনিক ক্রাইম ডায়রি //রাজনীতি