বিএনপির রিজভিসহ ১৪৬ নেতাকর্মীর জামিন নামঞ্জুর

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে আদালতে দায়ের করা (সিআর) মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

বিএনপির রিজভিসহ  ১৪৬ নেতাকর্মীর জামিন নামঞ্জুর
ছবি- অনলাইন হতে সংগৃহীত
court denied bail to 146 activists including Rizvi
কালিমল্লাহঃ
রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষের মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ ১৪৬ নেতাকর্মীর জামিন আবেদন আবারও নাকচ হয়ে গেছে। রোববার ঢাকার মহানগর হাকিম আতাউল্লাহ শুনানি শেষে তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন। 
বিএনপি নেতাদের পক্ষে আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার, সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ, ওমর ফারুক ফারুকীসহ কয়েকজন আইনজীবী শুনানিতে অংশ নেন। রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করেন আইনজীবী আজাদ রহমান।
এদিকে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পল্টন থানায় দায়ের করা মামলায় কারাগারে থাকা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে আদালতে দায়ের করা (সিআর) মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
এছাড়া পৃথক তিন থানার মামলায় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর ও তোফাজ্জল হোসেনের আদালতে পুলিশ পৃথক মামলায় তাদের গ্রেফতার দেখানোর আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে তাদের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত।
ক্রাইম ডায়রি/রাজনীতি