বিএসটিআই আঞ্চলিক অফিস নওগাঁর ধারাবাহিক অভিযান: জরিমানা আদায়

নওগাঁ সদরের খালিশাকুলি এলাকায় অভিযান চালিয়ে আয়েশা ড্রিংকিং ওয়াটার কারখানায় উৎপাদিত প্যাকেজড ড্রিংকিং ওয়াটার পণ্যের বিএসটিআই’র কোনো ধরনের সনদ না থাকায় জরিমানা করা হয়।

বিএসটিআই আঞ্চলিক অফিস নওগাঁর ধারাবাহিক অভিযান: জরিমানা আদায়
ছবি-ক্রাইম ডায়রি

পন্যের মোড়কজাতকরণ এবং গুণগতমান নিশ্চিতকরণে নওগাঁ জেলার সদর উপজেলায় জেলা প্রশাসন এর সমন্বয়ে সদর উপজেলার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। 

জাকির হোসেন রনি, উত্তরাঞ্চলীয় অফিস:

সারাদেশে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে  বিএসটিআই  রাজশাহীর আওতাধীন আঞ্চলিক কার্যালয়, নওগা অফিসের উদ্যোগে পন্যের মোড়কজাতকরণ এবং গুণগতমান নিশ্চিতকরণে নওগাঁ জেলার সদর উপজেলায় জেলা প্রশাসন এর সমন্বয়ে সদর উপজেলার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। 

বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, নওগাঁ অফিসের কর্মকর্তা জনাব মোঃ নাসির উদ্দিন , পরিদর্শক (মেট) এবং  মো: শাহ আলম পলাশ খাঁন, পরিদর্শক (মেট) ও মোঃ শাহানুর রহমান খান, ফিল্ড অফিসার (সিএম) এর সার্বিক ব্যবস্থাপনায় জেলা প্রশাসন  জয়পুরহাট এর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  জনাব মোঃ আব্দুর রউফ  এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। 

এসময় জেলার ক্ষেতলাল উপজেলার বটতলীর বাজারের সজীব মিষ্টান্ন ভান্ডার , মেঘলা মিষ্টান্ন ভান্ডার,  রানা মিষ্টান্ন ভান্ডার উৎপাদিত ফার্মেন্টেড মিল্ক  পণ্যের বিএসটিআইয়ের কোন ধরনের সনদ (সিএম ও পিসিআর ) না থাকায় ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুযায়ী সর্বমোট ৩০০০.০০ টাকা জরিমানা করা হয়।

পাশাপাশি একই বাজারের রফিকের ফলের দোকান, কাবুলের ফলের দোকান, করিমের কলার দোকান এর ওজন যন্ত্র পরিমাপের সঠিক পাওয়া যায় ভেরিফিকেশন সনদ নেওয়ার জন্য পরামর্শ প্রদান করা হয়।
অন্যদিকে মেসার্স ডালিম ফিলিং স্টেশন, মেসার্স উদয়ন ফিলিং স্টেশন,  মেসার্স তাজ ফিলিং স্টেশন ইত্যাদি প্রতিষ্ঠান সমুহে ডিস্পেন্সিং ইউনিট পরিমাপের সঠিক পাওয়া যায়।

 এর আগে ২৪ জুন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, নওগাঁ অফিসের কর্মকর্তা জনাব মোঃ নাসির উদ্দিন , পরিদর্শক (মেট) এবং  মো: শাহ আলম পলাশ খাঁন, পরিদর্শক (মেট) ও মোঃ শাহানুর রহমান খান, ফিল্ড অফিসার (সিএম) এর সার্বিক ব্যবস্থাপনায় জেলা প্রশাসন এর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  জনাব মো: শামীম রেজা সজীব মোবাইল কোর্ট পরিচালিত হয়। 
এ সময় নওগা সদরের খালিশাকুলি এলাকায় অভিযান চালিয়ে আয়েশা ড্রিংকিং ওয়াটার কারখানায় উৎপাদিত প্যাকেজড ড্রিংকিং ওয়াটার পণ্যের বিএসটিআই’র কোনো ধরনের সনদ (পিসিআর ও সিএম) না থাকায় ওজন পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮' অনুযায়ী, ৪,০০০/-(চার হাজার) টাকা জরিমানা আদায় করা হয় ।

এছাড়া আগের দিন ২৫ জুন মঙ্গলবার আঞলিক অফিস নওগার আওতাধীন বগুড়া জেলার সদর উপজেলায় জেলা প্রশাসন এর  সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো: আবু শাহমা এর নেতৃত্বে এবং বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, নওগাঁ অফিসের কর্মকর্তা জনাব মোঃ শাহ আলম পলাশ খাঁন , পরিদর্শক (মেট) এবং জনাব মোঃ শাহানুর রহমান খান, ফিল্ড অফিসার (সিএম) এর ব্যবস্থাপনায়  সাতমাথায় অবস্থিত  মহরম প্লাস দই কারখানায় উৎপাদিত ফার্মেন্টড মিল্ক (দই) পণ্যের বিএসটিআই এর কোনো ধরনের সনদ (পিসিআর ও সিএম) না থাকায় ওজন পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮' অনুযায়ী, ৭,০০০/-(সাত হাজার) টাকা জরিমানা আদায় করা হয় । 

জনস্বার্থে  এরকম অভিযান অব্যহত থাকবে বলে বিএসটিআই আঞ্চলিক অফিস নওগাঁ  এর কর্মকর্তা শাহ আলম পলাশ খাঁন ক্রাইম ডায়রিকে জানিয়েছেন।

ক্রাইম ডায়রি/ আদালত