চোরাই ও নকল সেট হতে সাবধানঃ সিম তুললেও অটো বন্ধ হয়ে যাবে জানুয়ারী হতে

Beware of stolen and fake sets. the simcard will be auto stopped from January

চোরাই ও নকল সেট হতে সাবধানঃ সিম তুললেও অটো বন্ধ হয়ে যাবে জানুয়ারী হতে

শরীফা আক্তার স্বর্নাঃ

চোরাই সেট ও নকল মোবাইল সেটের প্রতি বরাবরই আকর্ষন বেশি মানুষের। বিশেষ করে চাপাই নবাবগঞ্জ এলাকা দিয়ে ইন্ডিয়া হতে আসা চোরাই সেটের প্রতি বিশেষ আকর্ষন একশ্রনীর মানুষের।আর কিছু চিহ্নিত চোরাকারবারী রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বসে চোরাই সেট বিক্রির সাথে জড়িত।। এসব চোরাকারবারিদের জন্য এই খাতটি চরম ঝুঁকির মুখে। এসব ব্যবসায়ীদের বাঁচিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি এবার অবৈধ ও নকল মোবাইল হ্যান্ডসেট বন্ধে কঠোর অবস্থানে যাচ্ছে। আগামী বছরের  গোড়ার দিক থেকেই এ ব্যবস্থা কার্যকর করা হবে। বিটিআরসি সূত্রে জানা গেছে, নতুন এ প্রযুক্তি চালু হলে গ্রাহকের হাতে থাকা এসব হ্যান্ডসেটে কোনো অপারেটরের সিম-ই চলবে না। বৈধ মোবাইল হ্যান্ডসেট বন্ধ করতে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) প্রযুক্তি সরবরাহ ও পরিচালনার দরপত্র প্রক্রিয়া প্রায় শেষের দিকে। চলতি বছরের আগস্ট পর্যন্ত মোট ১১ কোটি ৮২ লাখ ২৩ হাজার ৭৬৩টি আইএমইআই নম্বর ডেটাবেজে যুক্ত করা হয়েছে।

মোবাইল ফোন আমদানিকারক, অপারেটর ও দেশে হ্যান্ডসেট প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো থেকে তথ্য নিয়ে এ ডেটাবেজ তৈরি করা হয়েছে। বর্তমানে ‘কেওয়াইডি’ লিখে স্পেস দিয়ে হ্যান্ডসেটের আইএমইআই নম্বরটি ১৬০০২ নম্বরে এসএমএস পাঠিয়ে গ্রাহকরা হ্যান্ডসেট কেনার আগে সেটি আসল কি না, যাচাই করে নিতে পারবেন বলে জানা গেছে।আর চোরাকারবারিদের ধরতে এই প্রযুক্তি বিশেষ কাজ দিবে। ক্রাইম ডায়রির নিজস্ব অনুসন্ধানে এসব চোরাকারবারি দলের রাজধানীতে উপস্থিতি ও বিক্রির কারবার সম্পর্কে বিশদ তথ্য উঠে এসেছে। এরা চাপাই সীমান্তসহ দেশের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে আসা মোবাইল সেট কম দামে বিক্রয় চক্রের এজেন্ট হিসেবে কাজ করে।। এতে একদিকে সরকার হারাচ্ছে রাজস্ব অপরদিকে জনগন ঠকছে।

ক্রাইম ডায়রি //ক্রাইম 

দ্রুততার সাথে এসব কারবারী