কুমিল্লায় বিএসটিআই এর মোবাইল কোর্ট পরিচালনা: ৩৭ হাজার টাকা জরিমানা
কুমিল্লা শহরের বিভিন্ন খাদ্যবিক্রয় কারী প্রতিষ্ঠানে এই অভিযান পরিচালনা করা হয়।

নগরীর কান্দিরপাড় ও রাজগঞ্জ বাজারের বিভিন্ন মৌসুমি ফলের দোকানে আম, লিচু, মাল্টা, আঙুর ও আপেলে ফরমালিনের উপস্থিতি পরীক্ষা করা হয়।
সাহিদুজ্জামান চৌধুরী, কুমিল্লা হতে:
সারাদেশে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলায় বিভিন্ন ফলের দোকান ও বেকারিতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে বিএসটিআই কুমিল্লা। কুমিল্লা শহরের বিভিন্ন খাদ্যবিক্রয় কারী প্রতিষ্ঠানে এই অভিযান পরিচালনা করা হয়।
কুমিল্লা বিএসটিআই সুত্রে জানা গেছে, এই অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানকে মোট ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বিএসটিআই এর আভিযানিক দলের সাথে সরেজমিনে দৈনিক ক্রাইম ডায়রি ও গোয়েন্দা ডায়রি’র প্রতিনিধি উপস্থিত ছিলেন। এসময় নগরীর কান্দিরপাড় ও রাজগঞ্জ বাজারের বিভিন্ন মৌসুমি ফলের দোকানে আম, লিচু, মাল্টা, আঙুর ও আপেলে ফরমালিনের উপস্থিতি পরীক্ষা করা হয়। তবে কোনো ফলেই ফরমালিন পাওয়া যায়নি।
অভিযানে বিস্কুট, ব্রেড ও কেকের মোড়কে বিএসটিআই’র স্ট্যান্ডার্ড মার্ক (মান চিহ্ন) ছাড়াই বিক্রির অভিযোগে মেসার্স বিক্রমপুর শশী ভান্ডার-কে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া, মেসার্স নিউ প্রিমিয়াম সুইটস-কে বিভ্রান্তিকর তথ্য প্রদানের জন্য ১০ হাজার টাকা ও বিক্রমপুর ঘি স্টোর-কে পণ্য মোড়কজাতকরণ আইন লঙ্ঘনের জন্য ২ হাজার টাকা জরিমানা করা হয়।
কুমিল্লা জেলা প্রশাসন ও বিএসটিআই’র যৌথ উদ্যোগে পরিচালিত এই অভিযানে মোবাইল কোর্টের নেতৃত্ব দেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন আক্তার শিফা, সালমান ফার্সি ও সহকারি কমিশনার মো. আনিসুল হক।
কুমিল্লা বিএসটিআই এর অফিস প্রধান জনাব. কে এম হানিফ, উপপরিচালক (সিএম) এর সরাসরি নির্দেশনায় বিএসটিআই কুমিল্লা অফিসের ফিল্ড অফিসার ইকবাল আহম্মদ, পরিদর্শক আরিফ উদ্দিন প্রিয় ও পরীক্ষক মো. শহিদুল ইসলাম অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।
জেলা প্রশাসন ও বিএসটিআই জানিয়েছে, জনগনের সুবিধার্থে ও ভেজাল পন্য প্রতিরোধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
দৈনিক ক্রাইম ডায়রি// অভিযান/জেলা