৩৩ হাজার পরিবার পেলো বঙ্গকন্যা শেখ হাসিনার ঈদ উপহার

তিনি তার জনগনকে নিয়ে ভাবেন। তাই আশ্রয়হীন গৃহহীন পরিবারকে তিনি উপহার দিলেন জীবনের সেরা উপহার থাকার ঘর এবং জায়গা। গরীবের নিকট এরচেয়ে বড় খুশি আর কি হতে পারে?

৩৩ হাজার পরিবার পেলো বঙ্গকন্যা শেখ হাসিনার ঈদ উপহার
ছবি-অনলাইন হতে সংগৃহীত
‘মুজিববর্ষ’ উপলক্ষে সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে বাড়ি দেয়ার সরকারের উদ্যোগের অংশ হিসাবে এসকল বাড়ি ও জমি দেয়া হচ্ছে। প্রধানমন্ত্রী একাধিকবার উল্লেখ করেছেন, দেশে কেউ গৃহহীন থাকবে না।
শরীফা আক্তার স্বর্নাঃ

তিনি বঙ্গবন্ধুর মেয়ে। দেশের জনগনের জন্য সর্বদাই কেঁদে ফেরে যার মন। মানুষ উপহার দেয় সর্বোচ্চ জামা কাপড় নগদ টাকা। তিনি তার জনগনকে নিয়ে ভাবেন। তাই আশ্রয়হীন গৃহহীন পরিবারকে তিনি উপহার দিলেন জীবনের সেরা উপহার থাকার ঘর এবং জায়গা। গরীবের নিকট এরচেয়ে বড় খুশি আর কি হতে পারে? তার এই দানের ধারাবাহিকতায় এবার ঈদে উপহার হিসেবে আশ্রয়ণ-২ প্রকল্পের তৃতীয় ধাপের আওতায় সারাদেশে ৩২ হাজার ৯০৪ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে বাড়ি ও জমি প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এপ্রিল ২৬,২০২২ইং সকালে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে একটি ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দিয়ে এ কাজের উদ্বোধন করেন। ফরিদপুরের নগরকান্দা উপজেলা, বরগুনা সদর উপজেলা, সিরাজগঞ্জ সদর উপজেলা এবং চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় চারটি ক্লাস্টার ভিত্তিক আবাসন স্থানের সুবিধাভোগী ও স্থানীয় লোকজন ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

‘মুজিববর্ষ’ উপলক্ষে সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে বাড়ি দেয়ার সরকারের উদ্যোগের অংশ হিসাবে এসকল বাড়ি ও জমি দেয়া হচ্ছে। প্রধানমন্ত্রী একাধিকবার উল্লেখ করেছেন, দেশে কেউ গৃহহীন থাকবে না।

প্রতিটি ইউনিটে দুটি কক্ষ, একটি রান্নাঘর, একটি টয়লেট এবং একটি বারান্দা রয়েছে যার মূল্য দুই লাখ ৫৯ হাজার ৫০০ টাকা। ট্যাক্স ও ভ্যাটসহ এর পরিমাণ তিন লাখ ৩০ হাজার টাকা। বাড়ির পাশাপাশি প্রতিটি পরিবারকে দুই দশমিক এক একর জমির মালিকানার দলিল দেয়া হয়েছে।

এর আগে, সরকার মুজিববর্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় প্রথম ধাপে ২০২১ সালের ২৩ জানুয়ারি ৬৩ হাজার ৯৯৯টি ঘর দিয়েছে এবং ২০২১ সালের ২০ জুন ৫৩ হাজার ৩৩০টি ঘর দিয়েছে। আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় বাড়ি নির্মাণের জন্য সারাদেশে প্রায় পাঁচ হাজার ৫১২ একর খাস জমি অবৈধ দখল থেকে উদ্ধার করা হয়েছে।

ক্রাইম ডায়রি//জাতীয়