এটিইউ এর উদ্যোগে পদমর্যাদা ভিত্তিক দক্ষতা উন্নয়ন কর্মশালা উদ্বোধন

টেরোরিস্ট বা জঙ্গিরা যখন বোমা হামলা করে তখন তারা সেখানে কে হুজুর,কে পীর,কে ঠাকুর, কে পাদ্রী কিছুই দেখেনা। এটিইউ এসব টেরোরিস্ট বা জঙ্গিমুক্ত বাংলাদেশ উপহার দিতে পেরেছে।

এটিইউ এর উদ্যোগে পদমর্যাদা ভিত্তিক দক্ষতা উন্নয়ন কর্মশালা উদ্বোধন

উন্নত বিশ্বের চৌকস বাহিনীর আদলে গড়া এই বাহিনী দায়িত্ব নেবার পর হতে একের পর এক জঙ্গি গোষ্ঠীর আস্তানা ধ্বংস করতে থাকে। পান হতে চুন খসলেই মুহুর্তের মধ্যে টেরোরিস্ট বা জঙ্গিদের ধরতে সক্ষম বাংলাদেশ পুলিশের সবচেয়ে দক্ষ ও চৌকস এই টিম

ক্রাইম ডায়রি ডেস্কঃ

সোনার বাংলা যখন জঙ্গি গোষ্ঠীর টার্গেটে পরিণত হয়েছে ঠিক তখন বঙ্গকন্যা ও লৌহমানবী শেখ হাসিনার নির্দেশে প্রতিষ্ঠা লাভ করে এন্টি টেরোরিজম ইউনিট।

Inauguration of rank-based skills development workshop at the initiative of ATU

উন্নত বিশ্বের চৌকস বাহিনীর আদলে গড়া এই বাহিনী দায়িত্ব নেবার পর হতে একের পর এক জঙ্গি গোষ্ঠীর আস্তানা ধ্বংস করতে থাকে। পান হতে চুন খসলেই মুহুর্তের মধ্যে টেরোরিস্ট বা জঙ্গিদের ধরতে সক্ষম বাংলাদেশ পুলিশের সবচেয়ে দক্ষ ও চৌকস এই টিম। 

উন্নত প্রশিক্ষণ ও আধুনিক কৌশলে প্রশিক্ষিত এই বাহিনী না থাকলে সোনার বাংলার দৃশ্য আজ আফগানিস্তানের মতোও হতে পারত। সমৃদ্ধির পথে যাদের যাত্রা সেই জাতীকে রুখবে কে। মহান আল্লাহ তায়ালার বিশেষ কুদরতে এই বাহিনী বিশেষ রহমত পুরো জাতীর জন্য। কারন জঙ্গির যখন বোমা হামলা করে তারা সেখানে কে হুজুর,কে পীর,কে ঠাকুর, কে পাদ্রী কিছুই দেখেনা। তাদের হাতে অনিরাপদ পুরো জাতী। 

চরম অসহায় এই মুহুর্তে যারা এই অসহায় জাতীর পাশে দাঁড়ায়  তারাই তো হয় পুরো জাতীর মাথার মুকুট। জঙ্গিরা সাধারন কোন চোর ডাকাত নয়। এরা শিশু হতে বৃদ্ধ এমনকি নিজ ঘরকেও ধ্বংস করতে দ্বিধা করেনা। উন্নত ও কঠোর প্রশিক্ষণ থাকলে যুদ্ধ হয় সহজ। এরই ধারাবাহিকতায় অক্টোবর ২, ২০২১ইং বাংলাদেশ পুলিশের সকল প্রতিষ্ঠানের নির্ধারিত কোর্সের বাইরে দক্ষতা উন্নয়নের লক্ষ্যে আয়োজিত সপ্তাহব্যাপী পদমর্যাদাভিত্তিক প্রশিক্ষণের দ্বিতীয় ব্যাচের শুভ উদ্বোধন করেন অ্যাডিশনাল আইজি, এন্টি টেররিজম ইউনিট জনাব মোঃ কামরুল আহসান বিপিএম (বার)। 

প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন) জনাব সালমা বেগম, পিপিএম;  দেশের বিভিন্ন জেলায় দায়িত্ব প্রাপ্ত পুলিশ সুপারবৃন্দ; স্টাফ অফিসার টু অ্যাডিশনাল আইজি; অন্যান্য কর্মকর্তা ও প্রশিক্ষকগণ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থী পুলিশ সদস্যদের ট্রেনিংয়ের অভীষ্ট লক্ষ্য নিয়ে ব্রিফিং প্রদান করেন অ্যাডিশনাল আইজি, এটিইউ জনাব মোঃ কামরুল আহসান বিপিএম (বার)। প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্য আরো বক্তব্য রাখেন অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন) জনাব সালমা বেগম, পিপিএম ও পুলিশ সুপার (ট্রেনিং অ্যান্ড প্ল্যানিং) জনাব শিরিন আক্তার জাহান।

ক্রাইম ডায়রি // আইন শৃঙ্খলা