নাসিক নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে-- ওবায়দুল কাদের এমপি

পুরো দেশ তাকিয়ে আছে নারায়ণগঞ্জের দিকে। ঐতিহাসিক কারনে এই এলাকার গুরুত্ব বাংলাদেশের রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ।

নাসিক নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে-- ওবায়দুল কাদের  এমপি

ইতোমধ্যে নাসিক নির্বাচনের তুমুল প্রচারনা শুরু হয়েছে।  গনকেরা গননা শুরু করেছেন কে হবেন পরবর্তী সিটি মেয়র। সারাদেশ তাকিয়ে আছে সেদিকে। বিএনপি হতে সরাসরি কোন প্রার্থী নেই। তবে তৈমুর সেই ঘরানার মানুষ। নারায়নগঞ্জের জনসাধারণ কাকে বসাবে ক্ষমতার মসনদে সেটাই এখন দেখার বিষয়

শাহাদাত হোসেন রিটনঃ

ঐতিহাসিক কারনে বাংলাদেশের রাজনীতিতে নারায়ণগঞ্জ খুবই গুরুত্বপূর্ণ।  বলা যায় শিল্পবানিজ্যে বন্দরনগরী নারায়নগঞ্জকে প্রাচ্যের ড্যান্ডি বলা হয়। ওসমান পরিবারের আধিপত্য ও নারায়নগঞ্জের রাজনীতিতে আইভির উত্থান সবকিছু মিলিয়ে অন্য কোন দলের নারায়ণগঞ্জে ক্ষমতার মসনদে বসার অংকটা খুবই জটিল।

ইতোমধ্যে নাসিক নির্বাচনের তুমুল প্রচারনা শুরু হয়েছে।  গনকেরা গননা শুরু করেছেন কে হবেন পরবর্তী সিটি মেয়র। সারাদেশ তাকিয়ে আছে সেদিকে। বিএনপি হতে সরাসরি কোন প্রার্থী নেই। তবে তৈমুর সেই ঘরানার মানুষ। নারায়নগঞ্জের জনসাধারণ কাকে বসাবে ক্ষমতার মসনদে সেটাই এখন দেখার বিষয়।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে বলে আশাবাদী আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

জানুয়ারি ১৩,২০২২ইং বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এ আশার কথা দেশবাসীকে  জানান। 

সারা দেশে স্থানীয় সরকার নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে দাবি করে ওবায়দুল কাদের এমপি বলেন, সারাদেশে ইউনিয়ন নির্বাচনে ভোটাররা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করছে।  এরই ধারাবাহিকতায় আমরা আশা করছি, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ পরবর্তী নির্বাচনগুলো সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, পরবর্তী নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতির সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ চলছে।  স্টেকহোল্ডার হিসেবে  আওয়ামী লীগ আগামী ১৭ জানুয়ারি সংলাপে অংশ নেবে।  একটি অর্থবহ এবং অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে শক্তিশালী কমিশন গঠনে আওয়ামী লীগের মতামত ও প্রস্তাবনা সংলাপে উপস্থাপন করা হবে। 

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, বিএনপি নেতারা বিভিন্ন স্থানে রাজনৈতিক সমাবেশের নামে সন্ত্রাস ও সহিংসতার উসকানি দিচ্ছেন। কেউ কেউ আরেকটি যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে বলছেন; ডাইরেক্ট অ্যাকশনের হুমকি দিচ্ছেন।  আসলে পায়ের নিচে মাটি নেই বলে এসব তাদের নিজেদের ওপর জেঁকে বসা ভয় তাড়ানোর নির্জীব হুংকার।  আত্মবিশ্বাস হারানো এক ক্ষয়িষ্ণু রাজনৈতিক দলের প্রলাপ ছাড়া আর কিছুই নয়। 

ক্রাইম ডায়রি // রাজনীতি