সিরাজগঞ্জ ডিবি পুলিশের হাতে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার

দেহ তল্লাশীকালে তার পরিহিত লুঙ্গির সামনের ডান কোমরে গোজা অবস্থায় ০১ (এক) টি সিলভার ও গোল্ডেন রংয়ের বিদেশী পিস্তল উদ্ধার করা হয়।

সিরাজগঞ্জ ডিবি পুলিশের হাতে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
ছবি- অনলাইন হতে সংগৃহীত

দেহ তল্লাশীকালে তার পরিহিত লুঙ্গির সামনের ডান কোমরে গোজা অবস্থায় ০১ (এক) টি সিলভার ও গোল্ডেন রংয়ের বিদেশী পিস্তল উদ্ধার করা হয়।

শ.ম. আব্দুস সাত্তার, সিরাজগঞ্জ হতে:

সিরাজগঞ্জ জেলার শিয়ালকোল বাজার হতে সিরাজগঞ্জ ডিবি পুলিশের হাতে  ০১জন দুর্ধর্ষ ডাকাত গ্রেফতার হয়েছে। সিরাজগঞ্জ ডিবি সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার শিয়ালকোল বাজারে অভিযান চালিয়ে অস্ত্রসহ একজন ডাকাতকে গ্রেফতার করা হয়। এসময় তার নিকট হতে ০১টি বিদেশী পিস্তল, ০৭ রাউন্ড তাজা গুলি, ০১টি ম্যাগাজিন উদ্ধার, ০১টি পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়।

 জানা গেছে,  জেলার গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জসহ একটি টিম সিরাজগঞ্জ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করার সময় হাটিকুমরুল ইউনিয়নের অন্তর্গত পাঁচলিয়া বাজারের জিম ভিলা ও সাব্বির কনফেকশনারী দোকানের সামনে হতে   জেলার কামারখন্দ থানার লাহিরী বাগবাড়ি গ্রামের মৃত চান খাঁর ছেলে  মোঃ মাহবুব খান (৩২) কে আটক করেন এবং তার দেহ তল্লাশীকালে তার পরিহিত লুঙ্গির সামনের ডান কোমরে গোজা অবস্থায় ০১ (এক) টি সিলভার ও গোল্ডেন রংয়ের বিদেশী পিস্তল, ০৭ (সাত) টি তাজা গুলিসহ ০১ টি ম্যাগজিন, আটককৃত ব্যক্তির ডান হাতে থাকা ০১ (এক) টি মোবাইল ফোন এবং তার ব্যবহৃত ০১ (এক) লাল কালো রংয়ের পালসার মোটরসাইকেল উদ্ধার করেন।

পুলিশ জানিয়েছে, আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায় দীর্ঘদিন যাবৎ অবৈধ বিদেশী পিস্তল তার নিজ হেফাজতে রেখে বিভিন্ন অপরাধ করছে। আরও জানায় যে, তিনি তার অবৈধ অস্ত্রগুলি ব্যবহার করে সলংগা থানা এলাকায় ডাকাতি কার্যক্রম করেছে। এ ব্যাপারে সলঙ্গা থানায় একটি অস্ত্র আইনের মামলা রুজু হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সার্বিক আইনানুগ প্রস্তুতি শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ক্রাইম ডায়রি// আইন শৃঙ্খলা