বগুড়া রেইনবো মাল্টিপারপাসের বিরুদ্ধে ২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ
রেইনবো গ্রুপের চেয়ারম্যান পিন্টু ও ব্যবস্থাপনা পরিচালক হামিদুল হক তোতা পাঁচ হাজারের বেশি গ্রাহকের কাছ থেকে অন্তত ২০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।

রেইনবো গ্রুপের চেয়ারম্যান পিন্টু ও ব্যবস্থাপনা পরিচালক হামিদুল হক তোতা পাঁচ হাজারের বেশি গ্রাহকের কাছ থেকে অন্তত ২০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।
লুৎফর রহমান মির্জা, বগুড়া হতে:
বগুড়ায় রেইনবো মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি নামে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রায় ২০০ কোটি টাকা আত্নসাতের অভিযোগ উঠেছে। জানা গেছে, রেইনবো মাল্টিপারপাস এর মাধ্যমে বগুড়া জেলার কয়েকহাজার মানুষের নিকট হতে কোটি কোটি টাকা উত্তোলন করে এই প্রতিষ্ঠানটি রেইনবো হাসপাতাল, রেইনবো হোমস , রেইনবো ফুড, রেইনবো এগ্রোসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানে এসব টাকা লগ্নি করলে প্রতিষ্ঠানটি সম্প্রতি লসের মুখে পড়ে। ফলে গ্রাহকদের লভ্যাংশ সঠিক সময়ে দিতে অপারগ হওয়ায় গ্রাহকরা ভয় পেয়ে টাকা উত্তোলন শুরু করে। ফলে একত্রে এতটাকা প্রতিষ্ঠানটি ফেরত দিতে ব্যর্থ হয়। এতে গ্রাহকরা প্রতিষ্ঠানের অনেক কর্ণধারের মধ্যে গুরুত্বপুর্ণ ব্যক্তি একসময় ইসলামী ছাত্রশিবিরের সাবেক কর্মী আমিরুজ্জামান পিন্টুর বাড়ি ঘেরাও করে।
অনুসন্ধানে জানা গেছে, কয়েকটি প্রতিষ্ঠানের মাধ্যমে পাঁচ সহস্রাধিক জামায়াতে ইসলামীর নেতাকর্মীর প্রায় ২০০ কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা হওয়ার অভিযোগ উঠেছে। শরিয়াহভিত্তিক অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে তিনি এই বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। পিন্টুর প্রতিষ্ঠান ও বাড়িতে ঘেরাও করেও তাকে খুঁজে না পেয়ে দিশেহারা বিনিয়োগকারীরা।
জানা গেছে, এই প্রতিষ্ঠানটির আরও কিছু কনসার্ন গ্রুুপ রয়েছে দেশের বিভিন্ন প্রান্তে। স্থানীয় গণমাধ্যম কর্মীরা জয়েন্ট স্টক কোম্পানী ও অন্যান্য লাইসেন্স প্রদানকারী প্রতিষ্ঠানে খোঁজ নিয়ে দেখেছে প্রতিষ্ঠানের মালিক শুধু পিন্টু একা নন। অনেক মালিকদের মধ্যে তিনি একজন। মালিকদের আলাদা আলাদা বেশ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে।
অভিযোগ ও খোঁজ নিয়ে জানা যায়, বগুড়া শহরের মালগ্রাম মধ্যপাড়ার বাসিন্দা ডা. আবু জাফরের ছেলে আমিরুজ্জামান পিন্টু ফারইস্ট ইসলামী ইন্স্যুরেন্সে চাকরি করতেন। প্রায় এক যুগ আগে তিনি এই চাকরি ছেড়ে ফারইষ্টে একত্রে কাজ করা তার সহযোগীদের নিয়ে বগুড়া শহরের গালাপট্টিতে 'রেইনবো মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি' নামে একটি প্রতিষ্ঠান খোলেন।
এছাড়াও তিনি 'রেইনবো হোমস', 'রেইনবো কৃষি উন্নয়ন সংস্থা' এবং শহরের কলোনি এলাকায় শেরপুর রোডে 'রেইনবো হাসপাতাল' চালু করেন। বিদেশফেরত রেমিট্যান্স যোদ্ধা ও অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী, বিশেষ করে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের তিনি তার প্রতিষ্ঠানে বিনিয়োগে উৎসাহিত করতেন। পিন্টু সাবেক শিবির কর্মী হওয়ায় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা তাকে বিশ্বাস করে তার প্রতিষ্ঠানে অর্থ বিনিয়োগ করেন।
বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক মো. ফজলুর রহমান জানান, পিন্টু একজন প্রতারক। ২০১৬ সালের প্রথমদিকে অবসর গ্রহণের পর তিনি পিন্টুর প্রতারণার শিকার হন। শরিয়াহভিত্তিক অধিক মুনাফার লোভে তিনি চার লক্ষাধিক টাকা বিনিয়োগ করেন। পিন্টু বিভিন্ন মেয়াদে লাভ-লোকসানের ভিত্তিতে মুনাফা দিলেও, ২০২৩ সালে তিনি একবারে ৫০ লাখ টাকা বিনিয়োগ করেন। তার স্ত্রী ও ছেলের কাছ থেকে এবং জমি বিক্রি করে তিনি 'রেইনবো মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি' ও 'রেইনবো হোমস লিমিটেড'-এ মোট ৯০ লাখ টাকা বিনিয়োগ করেন। এর মধ্যে তিনি মাত্র সাত লাখ টাকা ফেরত পেয়েছেন এবং এখনও ৮৩ লাখ টাকা পাওনা আছেন।
ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, রেইনবো গ্রুপের চেয়ারম্যান পিন্টু ও ব্যবস্থাপনা পরিচালক হামিদুল হক তোতা পাঁচ হাজারের বেশি গ্রাহকের কাছ থেকে অন্তত ২০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। ২০২৪ সাল থেকে তারা টাকা বা মুনাফা কোনোটাই ফেরত দিচ্ছেন না। টাকা ফেরত দিতে চাপ দিলে প্রথমে ১৫ মে, এরপর ২২ মে এবং সর্বশেষ ২ জুন তারিখ দেওয়া হয়। ২ জুন পিন্টুর বাড়িতে গিয়ে কয়েক ঘণ্টা অপেক্ষা করেও তাকে পাওয়া যায়নি। এরপর ভুক্তভোগীরা শহরের কলোনি এলাকার রেইনবো হাসপাতালে গেলে সেখানেও তাকে পাওয়া যায়নি। প্রতিষ্ঠানের কর্মকর্তা তোতা মিয়াকে ঘেরাও করলে তিনি কিছু টাকা দিয়ে গা ঢাকা দেন।
এধরনের আরও প্রতিষ্ঠান রয়েছে দেশে যা বিভিন্ন দলের নাম ভাঙ্গিয়ে পাবলিকের টাকা নিয়ে ব্যবসা করে। তবে এসব ব্যবসায়ীরা কোন দলের নয়। এরা হয় সুবিধা ভোগী। কিছুদিন আগেও এরা ফ্যাসিষ্ট এর সাথে তাল মিলিয়ে চলেছে।
ক্ষতিগ্রস্ত অনেক বিনিয়োগকারীরা জানান, ইসলামী শরিয়াহভিত্তিক মুনাফার আশায় তারা কষ্টার্জিত আয় পিন্টুর বিভিন্ন প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছেন। এখন টাকা বা মুনাফা কোনোটাই না পেয়ে পিন্টু আত্মগোপন করায় তারা সর্বস্ব খুইয়ে দ্বারে দ্বারে ঘুরছেন। এ ব্যাপারে প্রতিকার পেতে থানা ও র্যাব কমান্ডারের কাছে গেলেও তারা কোনো সহযোগিতা পাননি। ভুক্তভোগীরা তাদের টাকা ফেরত পেতে সরকারের সংশ্লিষ্ট বিভাগের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন এবং প্রয়োজনে আইনের আশ্রয় নেবেন বলে জানিয়েছেন। এ অভিযোগের বিষয়ে পিন্টুর মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।
এ প্রসঙ্গে বগুড়া শহর জামায়াতে ইসলামীর আমির আবিদুর রহমান সোহেল জানান, আমিরুজ্জামান পিন্টুর সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক নেই। তবে নব্বইয়ের দশকে তিনি ছাত্রশিবিরের কর্মী ছিলেন। শিবির থেকে যাওয়ার পর তিনি আর রাজনীতিতে জড়িত ছিলেন না। তিনি আরও জানান, তাদের দলের পক্ষ থেকে বারবার এ ধরনের সমিতি বা এনজিওর সঙ্গে জড়িত না থাকার পরামর্শ দেওয়া হয়েছে এবং এমন কাজে জড়িত হওয়া দুঃখজনক।
এধরনের আরও প্রতিষ্ঠান রয়েছে দেশে যা বিভিন্ন দলের নাম ভাঙ্গিয়ে পাবলিকের টাকা নিয়ে ব্যবসা করে। তবে এসব ব্যবসায়ীরা কোন দলের নয়। এরা হয় সুবিধা ভোগী। কিছুদিন আগেও এরা ফ্যাসিষ্ট এর সাথে তাল মিলিয়ে চলেছে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির জানান, ভুক্তভোগীদের কথা শুনে তিনি মামলা করার পরামর্শ দিয়েছেন। তবে মঙ্গলবার দুপুর পর্যন্ত কেউ মামলা করতে আসেননি। মামলা করলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি গণমাধ্যম কর্মীদের জানান।
দৈনিক ক্রাইম ডায়রি// ক্রাইম