রাজশাহীতে বিএসটিআই এর সার্ভিল্যান্স অভিযান

সহকারী পরিচালক (সিএম) প্রকৌ: মোঃ আসলাম শেখ এর নেতৃত্বে রাজশাহীতে বিএসটিআইয়ের সার্ভিল্যান্স অভিযান।

রাজশাহীতে বিএসটিআই এর সার্ভিল্যান্স অভিযান
ছবি-ক্রাইম ডায়রি

বাজারজাতকৃত লাচ্ছা সেমাই ও ভার্মিসিলি সেমাই পণ্যের গুণগত মান যাচাইয়ের জন্য নমুনা সংগ্রহ করা হয়।

প্রকৌশলী জুনায়েদ আহমেদ, বিশেষ প্রতিনিধিঃ

সারাদেশে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে বিএসটিআই রাজশাহী অফিসের উদ্যোগে রাজশাহী মহনগরীর বিসিক শিল্প এলাকা ও সাহেব বাজারে একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়। সার্ভিল্যান্স অভিযানে বিশাল ফুড ইন্ডা:, শামীম ফুড প্রোডাক্টস,বেলীফুল অভিজাত মিষ্টি বিপণী এর বাজারজাতকৃত লাচ্ছা সেমাই ও ভার্মিসিলি সেমাই পণ্যের গুণগত মান যাচাইয়ের জন্য নমুনা সংগ্রহ করা হয়।

এছাড়া  শাহীন ফল ভান্ডার, শামীম সুইটস ও মিষ্টি ভান্ডার, বাবুলের মাংসের দোকান, আফজাল হোসেনের সবজির দোকান এর ডিজিটাল ব্যালেন্স গুলোর ওজন যাচাই করা হয়। মেসার্স স্বপ্ন ফুড প্রোডা: বিসিক এবং  বেলীফুল অভিজাত মিষ্টি বিপণী, রাজশাহী এর বিস্কুট ও মাঠা (দ্ই) পণ্যের সিএম লাইসেন্স গ্রহণের জন্য দরখাস্ত জমা নেয় হয়।

 অভিযানে বিএসটিআই রাজশাহীর সবচেয়ে দক্ষ সহকারী পরিচালক (সিএম) প্রকৌ: মোঃ আসলাম শেখ, মো: হাসিবুল হাসান, ফিল্ড অফিসার (সিএম), মো: আমিনুল ইসলাম শাকিল, ফিল্ড অফিসার (সিএম) অংশ গ্রহণ করেন। রাজশাহী বিএসটিআই সুত্রে জানা গেছেম জনস্বার্থে বিএসটিআই, রাজশাহী'র এমন অভিযান চলমান থাকবে।

ক্রাইম ডায়রি/ আদালত