যশোরে মহিলা অধিদফতরের এক নারী কর্মকর্তাকে মারধর-হাসপাতালে ভর্তি

In Jessore, a female officer of the women's department was beaten and admitted to the hospital

যশোরে মহিলা অধিদফতরের এক নারী কর্মকর্তাকে মারধর-হাসপাতালে ভর্তি
ছবি-অনলাইন হতে সংগৃহীত

যশোর সংবাদদাতাঃ

চাঁদা না দেয়ায় যশোরে মহিলা অধিদফতরের এক নারী কর্মকর্তাকে মারধর করেছে একদল সন্ত্রাসী। মারপিটের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আহত নারী কর্মকর্তার নাম ফিরোজা বেগম। তিনি মহিলা অধিদফতর যশোরের ট্রেইনার।

জানা গেছে,ফিরোজা বেগম শহরের পালবাড়ি গাজীরঘাট আয়শা পল্লীতে পাঁচ শতক জমি কিনেছেন। এরপর ওই এলাকার রবি, পিকুল ও মুকুলসহ কয়েকজন তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। না দেয়ায় তাকে হুমকি দেন তারা। ফিরোজা বেগম শুক্রবার ওই জমিতে মাটি ফেলছিলেন। তখন রবির নেতৃত্বে পাঁচ-ছয়জন গিয়ে তাকে মারপিট করে আহত করেন। 

 এ ঘটনায় তিনি শহরের পালবাড়ি এলাকার রবি, পিকুল ও মুকুলের নামে এই অভিযোগ দায়ের করেছেন তিনি।  আহত ওই নারী কর্মকর্তা যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।

ক্রাইম ডায়রি// জেলা