বিএসটিআইয়ের অভিযানঃ অনুমোদনহীন মশার কয়েল ফ্যাক্টরী সিলগালা, জরিমানা ও পণ্য ধ্বংস

অনুমোদনের বালাই নেই অথচ অনুমোদনহীন মশার কয়েলে সয়লাব সারাদেশের বাজার।

বিএসটিআইয়ের অভিযানঃ অনুমোদনহীন মশার কয়েল ফ্যাক্টরী সিলগালা, জরিমানা ও পণ্য ধ্বংস
ছবি-ক্রাইম ডায়রি

যত্রতত্র চিপা গলিতে গড়ে সিংহ ভাগ ফ্যাক্টরীর অবস্থানই বলে দেয় পরিবেশ অধিদপ্তর এর কোন অনুমোদন নেই

ক্রাইম ডায়রি ডেস্কঃ

অনুমোদনের বালাই নেই অথচ মশার কয়েলে সয়লাব সারাদেশের বাজার। মশার কয়েল তৈরি ও বাজারজাত করতে কয়েক ধাপে বেশ কয়েকটি লাইসেন্স প্রয়োজন।  এসব কোন লাইসেন্সই নেই এমন মশার কয়েল বাজার জাত হচ্ছে হাজারে হাজারে। আবার অনেকে শুধু পিএইচপি সনদ  নিয়ে মশার কয়েল চালাচ্ছেন। বিএসটিআইয়ের মেট্রোলজি ও সিএম লাইসেন্স নেই। যত্রতত্র চিপা গলিতে গড়ে সিংহ ভাগ ফ্যাক্টরীর অবস্থানই বলে দেয় পরিবেশ অধিদপ্তর এর কোন অনুমোদন নেই। আর রাজস্ব ফাঁকিতো আছেই।

টিম ক্রাইম ডায়রির অনুসন্ধানে এমন শতশত প্রতিষ্ঠানের তালিকা উঠে এসেছে। একই পিএইচপি নম্বর ব্যবহার করে চলছে অনেক ব্রান্ড।সবার মোড়কে একটাই পিএইচপি নম্বর। এদের নেই কোন সুনির্দিষ্ট অফিস। সাপ্লাই হয় কুরিয়ারযোগে কিংবা কাভার্ড ভ্যানে। মোড়কে নেই কোন ঠিকানা।  অনেকে আবার দুঃসাহস দেখিয়ে নাম ঠিকানা ফোন নম্বর দিয়েই ব্যবসা করে কারন। অনুসন্ধানে জানা গেছে, তাদের যুক্তি হলো নাম ঠিকানা থাকলে লাইসেন্স আছে মনে করে নিরাপত্তা পাওয়া যায়।

এসব অন্যায়ের বিরুদ্ধে বিএসটিআইয়ের মহাপরিচালক সবসময় সোচ্চার। তার সুদক্ষ নেতৃত্বে এবং নির্দেশে সারাদেশে ধারাবাহিক অভিযান পরিচালনা করে আসছে বিএসটিআই। 

এরই ধারাবাহিকতায় আগষ্ট ০৭,২০২২ খ্রি. তারিখে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ এলাকায় একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। “বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউট আইন ২০১৮” এবং  "ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮" অনুসারে মেসার্স মহিউদ্দিন এন্টারপ্রাইজ, বাতানপাড়া, মিজমিজি, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ নামক কয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠান বিএসটিআই’র লাইসেন্স গ্রহণ ব্যতীত মান চিহ্ন ব্যবহার করায় এবং পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সদন গ্রহণ না করায় পৃথক আইনে ০২ (দুই)টি মামলা দায়ের করে ২৫০০০/- ও ৫০০০/- টাকা জরিমানা করা হয়। একইসাথে প্রতিষ্ঠানের উৎপাদিত প্রায় ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকার সমমূল্যের মশার কয়েল ধ্বংস করা হয় এবং প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়।

এছাড়াও নামবিহীন দুটি মশার কয়েল উৎপাদনকারী কারখানায় অভিযান পরিচালনা করে আনুমানিক প্রায় ১৫,০০,০০০/- (পনেরো লক্ষ) টাকার সমমূল্যের অবৈধ মশার কয়েল ধ্বংস করা হয় এবং প্রতিষ্ঠান দুটি সিলগালা করে দেওয়া হয়।

এছাড়াও "ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮" অনুসারে মেসার্স শ্যামস ফিলিং স্টেশন, পোল্ডার রোড, মৌচাক, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ নামক প্রতিষ্ঠানে জ্বালানি তেল পরিমাপে কম দেওয়া ও দুটি ডিসপেন্সিং ইউনিট সিলকরণ ব্যতীত ব্যবহার করায় ০৪ (চার)টি মামলা দায়ের করা হয় এবং ৪,০০,০০০/- (চার লক্ষ) টাকা জরিমানা আদায় করা হয়।  ত্রুটিপূর্ণ ইউনিটগুলো সংশোধন না করা পর্যন্ত বিক্রয় ও বিতরণ না করার নির্দেশ প্রদান করা হয়েছে। 

  মোবাইল কোর্টটি পরিচালনা করেন  বিএসটিআই’র সবচেয়ে দক্ষ ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ হাসিব সরকার।  তার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সার্বিক সহযোগিতার উপস্থিত ছিলেন সিএম সহকারী পরিচালক জনাব তালাত মাহমুদ।

এছাড়া প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই'র কর্মকর্তা জনাব সিকান্দার মাহমুদ, ফিল্ড অফিসার (সিএম) এবং জনাব মোঃ ইনজামামুল হক, পরিদর্শক , ডিএমআই, ঢাকা দায়িত্ব পালন করেন।

ক্রাইম ডায়রি // আদালত