নাটোরের সিংড়ায় “দেশ মেডিকেল সেন্টার” ও “সেবা মেডিকেল কমপ্লেক্সে দুদকের অভিযানঃ পরিবেশ অধিদপ্তরের অনুমোদন না থাকার অভিযোগ

ACC raids on "Desh Medical Center" and "Seba Medical Complex" in Singra, Natore: Complaint of lack of approval from the Department of Environment

নাটোরের সিংড়ায় “দেশ মেডিকেল সেন্টার” ও “সেবা মেডিকেল কমপ্লেক্সে দুদকের অভিযানঃ পরিবেশ অধিদপ্তরের অনুমোদন না থাকার অভিযোগ

ACC raids on "Desh Medical Center" and "Seba Medical Complex" in Singra, Natore: Complaint of lack of approval from the Department of Environment

ক্রাইম ডায়রি ডেস্কঃ

সারাদেশে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এবং দুদক এনফোর্সমেন্ট ইউনিটে আগত অভিযোগের প্রেক্ষিতে সারাদেশে আজ ৪ টি অভিযোগের বিষয়ে পদক্ষেপ গ্রহণ করেছে দুদক।দুদক সুত্রে জানা গেছে, নাটোর জেলার সিংড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে জনস্বার্থ ও পরিবেশের স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই সম্পূর্ণ বেআইনিভাবে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় “দেশ মেডিকেল সেন্টার” ও “সেবা মেডিকেল কমপ্লেক্স” নামীয় দুইটি প্রাইভেট হাসপাতাল পরিচালনা করছে; এমন অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, রাজশাহীর এনফোর্সমেন্ট টিম বর্ণিত অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তর থেকে তথ্য-উপাত্ত সংগ্রহ করে। প্রাপ্ত তথ্যসমূহ পর্যালোচনা করে অভিযোগের প্রাথমিক সত্যতা পায় দুদক টিম। বর্ণিত প্রাইভেট হসপিটাল দু’টি স্থাপনে সরকারি নীতিমালা, স্বাস্থ্য অধিদপ্তরের অনুমতি এবং পরিবেশ অধিদপ্তর হতে ছাড়পত্র নেয়ার ক্ষেত্রে কোনরূপ অনিয়ম বা দুর্নীতি সংঘটিত হয়েছে কি-না সে বিষয়ে আরও খতিয়ে দেখবে দুদক টিম।

ক্রাইম ডায়রি // দুদক বিট// আদালত