বোমা তৈরির সরঞ্জামসহ যুবককে গ্রেফতার করলো RAB-8

RAB সুত্রে জানা গেছে,  কবির মৃধাসহ কয়েকজন মিলে গৌরনদী থানাধীন এলাকায় দীর্ঘদিন ধরে অস্ত্র, হাত বোমা ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জামাদির কার্যক্রম চালিয়ে আসছে।

বোমা তৈরির সরঞ্জামসহ যুবককে গ্রেফতার করলো RAB-8

 টিমটি লাখরাজ কসবা রামসিদ্ধি এলাকায় পৌঁছানো মাত্র কবির মৃধা দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাকে গ্রেফতার করা হয়।

বরিশাল ব্যুরোঃ

বরিশাল জেলার গৌরনদী এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরি সরঞ্জামসহ মো. কবির মৃধা (৪৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-৮।

র‌্যাব জানিয়েছে,  গ্রেফতারকৃত  যুবক শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে ইতিপূর্বে অস্ত্র-মাদকসহ বিভিন্ন আইনে একাধিক মামলা রয়েছে।

মার্চ ২৬,২০২২ ইং শনিবার সকালে র‌্যাব ৮ সদর দপ্তর একটি  মেইল বার্তায় এই তথ্য নিশ্চিত করে। এর আগে মার্চ ২৫ তারিখ শুক্রবার বিকালে ঐ ব্যক্তিকে গৌরনদী উপজেলার লাখরাজ কসবা রামসিদ্ধি নামক জায়গা থেকে গ্রেফতার করে।

র‌্যাব সুত্রে জানা গেছে,  কবির মৃধাসহ কয়েকজন মিলে গৌরনদী থানাধীন এলাকায় দীর্ঘদিন ধরে অস্ত্র, হাত বোমা ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জামাদির কার্যক্রম চালিয়ে আসছে।

গোয়েন্দা অনুসন্ধানে এই তথ্য নিশ্চিত হয়ে তাদের একটি টিম শুক্রবার তাকে টার্গেট করে এবং তার অবস্থান নিশ্চিত হয়ে লাখরাজ কসবা রামসিদ্ধি এলাকার উদ্দেশে রওনা হয়।

 টিমটি লাখরাজ কসবা রামসিদ্ধি এলাকায় পৌঁছানো মাত্র কবির মৃধা দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে সাতটি সদ্য তৈরি হাত বোমা, সাদা পলিথিনের মধ্যে ১১৫টি কাচের মার্বেল, একটি সাদা পলিথিনের মধ্যে ৮৬৫ গ্রাম ভাঙ্গা কাচের টুকরা, দুই প্যাকেট সাইকেলের বিয়ারিং বল, বিস্ফোরক ভর্তি ছয়টি কলম, চারটি কালো টেপ, দুই কালারের তার ১৯ ফিট এবং একটি একনালা বন্দুক উদ্ধার করা হয়।

গ্রেফতারের পর কবির মৃধা জিজ্ঞাসাবাদে স্বীকার করে তিনি পেশাদার একজন অস্ত্র ব্যবসায়ী এবং বোমা তৈরির দক্ষ কারিগর। তার তৈরি বোমা ও সরঞ্জামাদি বিক্রয় এবং নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহার হয়।

 র‌্যাব জানায়, উপজেলার নন্দনপট্টি গ্রামের মোহাম্মদ মৃধার ছেলে কবিরের পিসি  পিআর ঘেঁটে নিশ্চিত হওয়া গেছে তার বিরুদ্ধে অস্ত্রসহ আরও একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেয়া হয়েছে। 

ক্রাইম ডায়রি/ আইনশৃঙ্খলা