আলুর লাগাম টেনে ধরা হলোঃ মূল্য নির্ধারণ করে দিল সরকার

The potato reins were pulled:The government set the price

আলুর লাগাম টেনে ধরা হলোঃ মূল্য নির্ধারণ করে দিল সরকার
 

শরীফা আক্তার স্বর্নাঃ 

আগেকার দিনে  একটা কথা প্রচলিত ছিল তা হলোঃ-"আলু খান,ভাতের খরচ কমান"। চাল কিংবা তরকারির দাম বাড়লেও মানুষ তাকিয়ে থাকত আলুর দিকে। সেই আলুর দাম বৃদ্ধিতে হতাশ হয়েছিল  সাধারন মানুষ। বঙ্গকন্যা ও প্রধানমন্ত্রী  শেখ হাসিনা  বিষয়টি বুঝতে পেরে আলুর দাম নির্ধারণ করে দিয়েছেন। কয়েকটি ধাপে এই দাম নির্ধারণ করা হয়। প্রতি কেজি খুচরা পর্যায়ে মুল্য ৩০, পাইকারিতে ২৫ ও হিমাগার থেকে ২৩ টাকা। এই দামে আলু বিক্রি না করলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ভোক্তা অধিকার কর্তৃপক্ষে থ্ শাস্তিমূলক ব্যবস্থা নিবেন বলে ঘোষনায় বলা হয়েছে। অক্টোবর  ১৪,২০২০ইং বুধবার কৃষি বিপণন অধিদফতর থেকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। দেশের সব জেলা প্রশাসককে এই ব্যাপারে চিঠি দেয়া হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের হিসাবমতে, এই বছর এক কেজি আলু উৎপাদনের খরচ পড়েছে আট টাকা ৪০ পয়সা। আর আলু উৎপাদিত হয়েছে এক কোটি ৯ লাখ টন। সংস্থাটির হিসাবে দেশে বছরে আলুর চাহিদা ৭৭ লাখ টন। আর বীজ আলু হিসাবে আরো ২০ টন আলুর প্রয়োজন হয়।  আবার আলু যারা সংরক্ষন যারা করেন সেই বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের হিসাবমতে, চলতি বছর ৮৫ লাখ টন আলু উৎপাদিত হয়েছে। তাদের হিমাগারগুলোতে বর্তমানে আলু রয়েছে ৪০ লাখ টন। এর মধ্যে ১৫ লাখ টন বীজ আলু। মাসে দেশে আলুর প্রয়োজন হয় ৮ লাখ টন। বিগত কয়েকদিন হলো আলুর দাম হঠাৎ বেড়ে যাওয়ায় হিমশিম খাচ্ছিল সাধারণ  মানুষ । কয়েক দিন ধরেই বাজারে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকা ধরে। এতে দরিদ্র, নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত শ্রেনী  দারুন হতাশায় ভূগছিল৷ মূল্য নির্ধারণ  করে  দেওয়ায় সাধারন গণমানুষ আরও উচ্ছসিত হবে বলে আশাবাদ ব্যক্ত  করেন বিশেষজ্ঞরা।।

ক্রাইম  ডায়রি // অর্থ বানিজ্য