পরিবহনে চাঁদাবাজিঃ RAB এর হাতে ০৩ চাঁদাবাজ গ্রেফতার

ষ্টাফ কোয়ার্টার এলাকার ডেমরা-রামপুরা সড়কে পরিবহন থেকে জোরপূর্বক চাঁদা আদায়ের সময় হাতেনাতে তাদের গ্রেফতার করা হয়েছে। 

পরিবহনে চাঁদাবাজিঃ RAB এর হাতে ০৩ চাঁদাবাজ গ্রেফতার
ছবি- অনলাইন হতে সংগৃহীত

গ্রেফতারকৃতরা সড়কে চলাচলকৃত যানবাহন থেকে ভয়ভীতি ও হুমকি দিয়ে চাঁদা আদায় করে আসছিলো। তারা চাঁদা আদায় বৈধতার কোন কাগজপত্রও দেখাতে পারেনি

মহানগর সংবাদদাতাঃ

পরিবহন চাঁদাবাজির কবলে পুরো দেশ। রাস্তার মোড়ে মোড়ে দৃশ্যমান এসব চাঁদাবাজির নিরব প্রশ্রয়দাতা কারা তাও প্রতিটি এলাকায় দৃশ্যমান।

চাঁদাবাজির কারনে জোর করে হলেও বাড়তি ভাড়া নিতে বাধ্য হচ্ছে পরিবহন শ্রমিক মালিকরা। তাদের নিরব কান্নার দর্শক দেশের আপামর জনসাধারণ। 

জনগনের এ কান্নায় ব্যথিত হয়ে রাজধানীর ডেমরায় র‌্যাব-৩ এর (ঝিলপাড় ক্যাম্প, শাহজাহানপুর-ঢাকা) অভিযানে ৩ পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে চাঁদা আদায়ের নগদ ৫ হাজার ৭শ’ টাকা ও দু’টি মোবাইল সেট জব্দ করা হয়। 

পহেলা মে,২০২২ইং রোববার দুপুরে তাদের আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ। শনিবার দিবাগত রাতে ষ্টাফ কোয়ার্টার এলাকার ডেমরা-রামপুরা সড়কে পরিবহন থেকে জোরপূর্বক চাঁদা আদায়ের সময় হাতেনাতে তাদের গ্রেফতার করা হয়েছে। 

গ্রেফতারকৃতরা হলো- ডেমরা ৪ নং গেইট এলাকার রাসেলের বাড়ীর ভাড়াটিয়া টাঙ্গাইলের নগরপুর থানার গয়াহাটা গ্রামের মৃত নবিন হোসেনের ছেলে মো. বাবুল হোসেন (৩২),একই বাড়ীর ভাড়াটিয়া চাঁদপুরের মতলব থানার আমিরাবাদ গ্রামের ইমাইল হোসেনের ছেলে মো. জসিম (৩৫) এবং যাত্রাবাড়ীর গোলাপবাগ এলাকায় বসবাসরত শরিয়তপুরের নড়িয়া থানার জমির উদ্দিন মাতবরকান্দি গ্রামের আবুল হোসেন মাতবরের ছেলে মো. রবিন (২৮)। 

এ বিষয়ে শনিবার রাতেই গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ৩৮৫/৩৮৬ পেনাল কোড-১৮৬০ ধারায় মামলা করে র‌্যাব। বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার অপারেশন অফিসার (ইন্সপেক্টর) সব্রত কুমার পোদ্দার বলেন, গ্রেফতারকৃতরা সড়কে চলাচলকৃত যানবাহন থেকে ভয়ভীতি ও হুমকি দিয়ে চাঁদা আদায় করে আসছিলো। তারা চাঁদা আদায় বৈধতার কোন কাগজপত্রও দেখাতে পারেনি।

ক্রাইম ডায়রি //আইন শৃঙ্খলা