রিক্সাওয়ালা নির্যাতন; ফেসবুকে ভাইরালঃ নির্যাতক গ্রেফতার

Ricshaw pullar tortured; viral on facebook: torturer arrested

রিক্সাওয়ালা নির্যাতন; ফেসবুকে ভাইরালঃ নির্যাতক গ্রেফতার

অভিযুক্ত লোকটির নাম সুলতান আহমেদ। তিনি সেই এলাকায় স্থানীয় বাড়িওয়ালা এবং প্রভাবশালী। তার বিরুদ্ধে উপযুক্ত আইনী পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ

বংশাল সংবাদদাতাঃ

রাজধানীর বংশালের একটি ভিডিও ক্লিপ হঠাৎই ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। ভিডিওতে দেখা যায় একজন দাড়িটুপি ওয়ালা ব্যাক্তি ভাড়া নিয়ে দ্বন্দে একজন রিক্সাওয়ালাকে চর মারছে। এতে ঐ ব্যাক্তি পড়ে যান। এ ঘটনা  চাওড় হলে পুলিশ স্ব প্রনোদিত হয়ে নির্যাতনকারী ব্যাক্তিকে ভিডিও লিংকের সুত্র ধরে তাকে গ্রেফতার করে।

এতে  সারাদেশের আপামর মানুষ পুলিশ এই কাজের প্রশংসা করছে। পুলিশ সুত্রে জানা গেছে, বাংলাদেশ পুলিশের মি‌ডিয়া এন্ড পাব‌লিক রি‌লেশন্স উইং'কে পাঠা‌নো মেসেজের ভিত্তিতে ‌ব্যবস্থা নেয়া হয়েছে। ঘটনায় প্রকাশ, একজন সংবাদকর্মী বাংলাদেশ পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইং কে সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি ভিডিও লিংক পাঠান।

সেই ভিডিওতে দেখা যায়, আজ বেলা আনুমানিক ১.৩০ টায় রাজধানীর বংশালে একজন মুসল্লী এক রিকশাওয়ালাকে সজোড়ে থাপ্পড় মারছেন। তার নির্যাতনের এক পর্যায়ে রিকশাওয়ালা মাটিতে পড়ে যান এবং জ্ঞান হারান। পাশ থেকে লোকজন এগিয়ে আসেন।

ভিডিওটি দেখামাত্র মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইং ওসি বংশাল মো. শাহীন ফকির বিপিএম’কে নির্দেশনা দেন নিপীড়নকারী লোকটিকে খুঁজে বের করে দ্রুত তাকে আইনের আওতায় আনতে।

সেই পরিপ্রেক্ষিতে, ওসি বংশালের নেতৃত্বে একটি টিম অভিযুক্ত ব্যক্তিকে খুঁজে বের করে দ্রুততম সময়ের মধ্যে তাকে আইনের আওতায় আনে। জিজ্ঞাসাবাদে জানা যায়, অভিযুক্ত লোকটির নাম সুলতান আহমেদ। তিনি সেই এলাকায় স্থানীয় বাড়িওয়ালা এবং প্রভাবশালী। তার বিরুদ্ধে উপযুক্ত আইনী পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

ক্রাইম ডায়রি // আইন শৃঙ্খলা