খুলনায় ভূয়া ইউএনও গ্রেফতারঃ ৬ মাসের কারাদণ্ড

চক্রটি উপজেলার বিভিন্ন এলাকার মানুষকে আশ্রয়ণ প্রকল্পের ঘর পাইয়ে দেয়ার নামে অর্থ হাতিয়ে প্রতারণা করে আসছিল। চক্রের মূল হোতা সাকিব ইউএনও পরিচয়ে ভুক্তভোগী সহজ-সরল মানুষদের সাথে মোবাইলে কথা বলতেন।

খুলনায় ভূয়া ইউএনও গ্রেফতারঃ ৬ মাসের কারাদণ্ড
ছবি- অনলাইন হতে সংগৃহীত

প্রতারক সাকিব দীর্ঘ দিন যাবত উপজেলার বিভিন্ন এলাকায় ইউএনও পরিচয়ে আশ্রয়ণ প্রকল্পের ঘর পাইয়ে দেয়ার নামে প্রতারণ করে আসছিলেন।

প্রকৌশলী আয়াতুস সাইফ মুনঃ

খুলনার কয়রা এলাকায় সরকারী আশ্রয়ণ প্রকল্পের ঘর পাইয়ে দেয়ার নামে প্রতারণা করে আসছিল ইউএনও পরিচয়দানকারী এক যুবক। তার নাম  সাকিব সরদার (২৫)। অবশেষে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে এই ভূয়া ইউএনওকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (৩১ জুলাই) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের কয়রা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার মহারাজপুর ইউনিয়নের সিমলারআইট গ্রামের মো: সিরাজুল ইসলামের ছেলে।

জানা যায়, গত কয়েক মাস যাবত ওই প্রতারক চক্রটি উপজেলার বিভিন্ন এলাকার মানুষকে আশ্রয়ণ প্রকল্পের ঘর পাইয়ে দেয়ার নামে অর্থ হাতিয়ে প্রতারণা করে আসছিল। চক্রের মূল হোতা সাকিব ইউএনও পরিচয়ে ভুক্তভোগী সহজ-সরল মানুষদের সাথে মোবাইলে কথা বলতেন। বিষয়টি জানাজানি হলে গত কয়েকমাস আগে প্রতারণার শিকার স্থানীয়রা চক্রের আরেক সদস্য উপজেলার মহারাজপুর ইউনিয়নের কালনা গ্রামের বাসিন্দা আব্দুর সাত্তার সানাকে আটক করে থানা পুলিশে সোপর্দ করে।

এ ব্যাপারে কয়রা থানার অফিসার ইনচার্জ এ বি এম এস দোহা (বি পি এম) জানান, প্রতারক সাকিব দীর্ঘ দিন যাবত উপজেলার বিভিন্ন এলাকায় ইউএনও পরিচয়ে আশ্রয়ণ প্রকল্পের ঘর পাইয়ে দেয়ার নামে প্রতারণ করে আসছিলেন। রোববার দুপুরে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস জানান, সাকিব দীর্ঘ দিন যাবত উপজেলার বিভিন্ন এলাকায় ইউএনও পরিচয়ে আশ্রয়ণ প্রকল্পের ঘর পাইয়ে দেয়ার নামে প্রতারণা করে আসছিলেন। বিষয়টি এলাকায় জানাজানি হলে চক্রেয় মূল হোতা ইউএনও পরিচয়দানকারী সাকিব আত্মগোপন করেন। সর্বশেষ রোববার দুপুরে তিনি কোর্টে একটি মামলার সাক্ষী দিতে হাজির হলে তাকে আটক করে ভ্রাম্যমান আদালতে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

ক্রাইম ডায়রি/ক্রাইম