তরুন নেতা আসিফ সিরাজের উদ্যোগে শেরপুরে ফ্লাই ওভার নির্মাণের দাবিতে মানববন্ধন
উত্তর বঙ্গের অন্যতম প্রবেশদ্বার শেরপুর শহরের বুকচিরে মহাসড়ক । মাঝখানে ডিভাইডার হওয়ায় দু’পারের মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হতে হয়।

জেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য আসিফ সিরাজ রব্বানীর উদ্যোগে বেশ কিছুদিন হলোই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ শেরপুরের সর্বস্তরের জনগণের মাঝে লিফলেট বিতরন ও সচেতনতামূলক কার্যক্রম চলছিল। এরই ধারাবাহিকতায় শেরপুরে ২০ হাজার মানুষের গণস্বাক্ষরসহ একটি স্মারকলিপি শেরপুর উপজেলা নির্বাহী অফিসার কাছে প্রদান করা হয়েছে।
জাকির হোসেন রনি ও রেজাউল করিম:
বগুড়ার শেরপুরে মহাসড়কে ফ্লাই ওভার নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি মোঃ জাকির হোসেন রনি উত্তরঞ্চলীয় প্রধান বগুড়ার শেরপুরে মহাসহড়ের প্রায় দুই কিলোমিটার এলাকায় উড়াল সেতু (ফ্লাই ওভার) নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচী পালন করে উপজেলা বিএনপিসহ বিভিন্ন পেশাজীবিরা।
শনিবার (০১ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১১ টার দিকে বগুড়ার শেরপুর উপজেলা বিএনপি’র আয়োজনে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর স্থানীয় বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন কর্মসুচী পালিত হয়।
প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধন শেষে অন্তত: ২০ হাজার মানুষের গণস্বাক্ষরসহ একটি স্মারকলিপি শেরপুর উপজেলা নির্বাহী অফিসার কাছে প্রদান করা হয়েছে। উত্তর বঙ্গের অন্যতম প্রবেশদ্বার শেরপুর শহরের বুকচিরে মহাসড়ক । মাঝখানে ডিভাইডার হওয়ায় দু’পারের মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হতে হয়। এতে শহরের ধুনটমোড় থেকে হাজিপুর(মডেল মসজিদ) পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কের উভয় পাশের ব্যবসায়ীসহ নানা পেশাজীবিরা নির্বিঘে চলাচল সহ অফিস আদালত-ব্যবসা প্রতিষ্ঠানের প্রয়োজনীয় কাজে নানা বিড়ম্বনার শিকার হতে হচ্ছে।
শেরপুর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলুর সভাপতিত্বে ও সদস্য তৌহিদুজ্জামান পলাশের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া-৫ ও ৬ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোঃ সিরাজ।
উত্তর বঙ্গের অন্যতম প্রবেশদ্বার শেরপুর শহরের বুকচিরে মহাসড়ক । মাঝখানে ডিভাইডার হওয়ায় দু’পারের মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হতে হয়।
অন্যান্যদের মাধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির সদস্য কে এম মাহবুবুর রহমান হারেজ, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি পিয়ার হোসেন, সহ সভাপতি মাহবুবুর আলী,শেরপুর উপজেলা বিএনপি'র সহ সভাপতি জনাব মোঃ হামিদুল হক সরকার বেলাল সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হিরু, জেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য আসিফ সিরাজ রব্বানী, উপজেলা সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন,শেরপুর উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ গোলাম ফারুক অভি ভাই।
এছাড়াও ইসলামী আন্দোলন শেরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মীর মাহমুদুর রহমান চুন্নু, অধ্যক্ষ মাও. আব্দুল হাই, অধ্যক্ষ মাও. হাফিজুর রহমান, ইউসুফ আলী, শেরপুর উপজেলা দলিল লেখক সমিতির সাবেক সভাপতি এসএম ফেরদৌস, শেরশাহ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ আবুল কালাম আজাদ প্রমুখ এসময় বক্তব্য রাখেন।
মানববন্ধনে শেরপুর উপজেলার বিভিন্ন কলেজ, মাদ্রাসা, স্কুল, বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনসহ নানা পেশাজীবি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা শহরে ফ্লাইওভার না থাকার কারণে দুর্ঘটনার হারও বেড়েছে বলে অভিযোগ করেন বক্তারা।
তারা জানান, গত ৮ মাসে শহরের বিভিন্ন অংশে অন্তত ৫০টি দুর্ঘটনা ঘটেছে, যার ফলে ৮ জন প্রাণ হারিয়েছেন এবং শতাধিক মানুষ আহত হয়েছেন। নিরাপদ সড়কের স্বার্থেই দ্রুত একটি ফ্লাইওভার নির্মাণের প্রয়োজনীয়তা অত্যন্ত জরুরি বলে মত দেন তারা।
এর আগে বিগত ২০২৩ সালে ২৯ এপ্রিল বেলা বারোটার দিকে এই স্থানে একই দাবী( ফ্লাইওভার) নির্মাণের দাবী জানিয়ে গণস্বাক্ষর কর্মসূচি শুরু করেছিলেন শেরপুর-ধুনট স্বার্থ রক্ষা পরিষদ ও নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটি। এর একমাস(মার্চে) অনুরূপ মানববন্ধন কর্মসূচীও পালিত হয়েছিল বলে জানা যায়। ওই সময় নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক সুজিত বসাকের সঞ্চালনায় কর্মসুচীর অনুষ্ঠানে বক্তব্য রাখেন শেরপুর-ধুনট স্বার্থ রক্ষা পরিষদের আহবায়ক কেএম মাহবুবার রহমান হারেজ, খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পিয়ার হোসেন পিয়ার, শেরপুর নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটির যুগ্ম সম্পাদক আইয়ুব আলী, শেরপুর পৌরসভার সাবেক মেয়র স্বাধীন কুমার কু-ু, বিএনপি নেতা ফিরোজ আহম্মেদ জুয়েল, হাসানুল মারুফ শিমুল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকার, স্বার্থ সংরক্ষণ কমিটির নেতা শাহজামাল কামাল, আব্দুল হালীম খোকন এ সময় আরো উপস্থিত ছিলেন , ৯ নং সীমাবাড়ী ইউনিয়ন বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ খান প্রমুখ।
এ বিষয়ে মন্তব্য জানতে শেরপুর-ধুনট স্বার্থরক্ষা পরিষদের সভাপতি ও বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য কেএম মাহবুবার রহমান হারেজ বলেন, এলেঙ্গা হাটিকুমরুল-রংপুর মহাসড়ক ছয়লেনে উন্নীতকরণ প্রকল্পটি বাস্তবায়ন করছে সাসেক-২। বিগত সরকারের সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেরপুরে ফ্লাইওভার নির্মাণের প্রতিশ্রুতি দিলেও সেটি বাস্তবায়নে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহন করেনি। যার প্রেক্ষিতে তৎকালীন সময়ে সরকারের প্রধানে কাছে ডিসি সাহেবে কাছে স্মারকলিপি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও স্মারকলিপি দেয়া হয়। তবে অজ্ঞাতকারণে কাজ হয়নি। তাইতো আমরা আবারো দাবি বাস্তবায়নে মানবন্ধন কর্মসূচী পালন করছি। তাতেও কাজ না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
ফ্লাইওভার নির্মাণের জনগুরুত্বপূর্ণ দাবিটি আদায় না হওয়া পর্যন্ত শেরপুরবাসী ঘরে ফিরবে না বলেও মন্তব্য করেন তিনি। উল্লেখ্য, বগুড়া জেলার শেরপুর উপজেলার একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র এবং জনবহুল শহর। এখানে প্রায় তিন লাখ মানুষের বসবাস এবং প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে।
শহরের পূর্ব অংশে রয়েছে হাটবাজার, ব্যাংক, পৌরসভা ও থানা, অপরদিকে পশ্চিম অংশে রয়েছে উপজেলা পরিষদ, স্বাস্থ্য কমপ্লেক্স ও ফায়ার সার্ভিস। মহাসড়কের বিভাজকের কারণে শহরের দুই অংশের মধ্যে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে নাগরিকদের।
এর প্রেক্ষিতে নির্মাণাধীণ ঢাকা-রংপুর ছয়লেন মহাসড়কের শেরপুর শহরের ধুনটমোড় থেকে হাজীপুর পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এলাকায় ফ্লাইওভার নির্মাণ করা এটা এ উপজেলা মানুষের প্রাণের দাবিতে পরিণত হয়েছে। এটি নির্মাণ করা না হলে শেরপুর শহর দুই ভাগে বিভক্ত হয়েই থাকবে।
তাই জনস্বার্থে শহরের মহাসড়কে অনতিবিলম্বে উড়াল সেতু(ফ্লাই ওভার নির্মাণ) করার এই দাবি বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সু-দৃষ্টি কামনা করেন শেরপুরবাসী।
ক্রাইম ডায়রি/জেলা