মেঘনা নদীর ঘাট হতে ৩৮০০ লিটার চোরাই ডিজেল উদ্ধার

চোরাই ডিজেলের প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

মেঘনা নদীর ঘাট হতে ৩৮০০ লিটার চোরাই ডিজেল উদ্ধার
ছবি- অনলাইন হতে সংগৃহীত

3800 liters of stolen diesel recovered from Meghna river ghats

 চাঁদপুর প্রতিনিধি ঃ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর ঘাট থেকে চোরাই ৩ হাজার ৮০০ লিটার ডিজেল জব্দ করেছে চাঁদপুর কোস্টগার্ড স্টেশন। শুক্রবার (১২ আগস্ট) দুপুরে মতলব (মোহনপুর) ফাঁড়ির অধীন দশআনি লঞ্চঘাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া বিভাগ।

কোস্টগার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দশআনি লঞ্চঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড। অভিযানে দুটি পরিত্যক্ত ঘর হতে ৩ হাজার ৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৪ লাখ ৩৩ হাজার ২০০ টাকা। 

এ সময় চোরাই ডিজেলের প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে জব্দকৃত ডিজেল চাঁদপুর উত্তর মোহনপুর ফাঁড়িতে হস্তান্তর করা হয়। অভিযানকালে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল হাসান।

ক্রাইম ডায়রি/ক্রাইম