করোনার মাঝে ডেঙ্গুর হানাঃ জীবন বাঁচাতে সতর্ক থাকা জরুরী

Dengue attack in Corona: It is important to be careful to save lives

করোনার মাঝে ডেঙ্গুর হানাঃ জীবন বাঁচাতে সতর্ক থাকা জরুরী

শরীফা আক্তার স্বর্নাঃ 

মহামারি করোনার থাবায় এখনও নাকাল সাধারন মানুষ। এরই মাঝে আবার হানা দিয়েছে ডেঙ্গুজ্বর। নভেম্বর ১৫,২০২০ইং রবিবার স্বাস্থ্য অধিদফতর সুত্রে জানা যায়,  ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগের ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৮ জন এবং খুলনায় তিনজন মোট ২১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী, নতুন এই ২১ জন রোগীসহ বর্তমানে সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপতালে ভর্তি মোট ৮৪ জন রোগী। এদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৮০ জন এবং খুলনা বিভাগে চারজন রোগী হাসপাতালে ভর্তি। এছাড়া, ২৪ ঘণ্টায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সিটিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু সন্দেহে পাঁচজনের তথ্য পাঠানো হয়। আইইডিসিআর দুইজনের তথ্য বিশ্লেষণ করে এদের একজনের মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে। এতে করে করোনা না ডেঙ্গু এমন আতংকে কাটছে সাধারন মানুষের জীবন।কারন রাজধানীতে মশাকে উপেক্ষা করা খুবই মুশকিল। বিশেষজ্ঞরা মনে করছেন শুধু লোক দেখানোর জন্য সিটি কর্পোরেশনের অনেক কর্মী রাস্তা দিয়ে ধোঁয়া  ছাড়তে  ছাড়তে  যান। তাদেরকে গলি ঘুপচির মধ্যে ঢুকতে বাধ্য করতে হবে। মানুষের বসবাস বাসায়। সুতরাং, প্রতিটি বাসায়  মশা নিধনের ব্যবস্থা নিতে হবে বলে তারা মনে করেন।

ক্রাইম ডায়রি //স্বাস্থ্য