ডিবি পরিচয়ে ছিনতাইঃ সতর্কতার বিকল্প নেই

There is no alternative to snatching the identity of DB

ডিবি পরিচয়ে ছিনতাইঃ সতর্কতার বিকল্প নেই

সাবিলা নুর আরোহী,ফেনী হতেঃ

পুলিশ জনগনের সুখে-দুঃখে, বিপদে-আপদে সবসময় পাশে থাকলেও মাঝে মাঝে এই পুলিশকেই বিতর্কের শিকার হতে হয়। ভালোর বিপরীতে খারাপ, সুন্দরের পিছনে অসুন্দর, খাঁটি বিপরীতে  নকল থাকবেই।।।  পুলিশ যেহেতু ছিনতাই প্রতিরোধ করে সুতরাং পুলিশ সেঁজে ছিনতাই করা সহজ ভেবে অপরাধীরা সেই পথই অবলম্বন করবে এটাই বাস্তবতা।।  প্রয়োজন শুধু সতর্কতার সাথে পথ চলা।এর কোন বিকল্প নেই।।শয়তানের বিপরীতে ঈমান মজবুত রাখা সব মানুষের নৈতিক কর্তব্য। সম্প্রতি, ফেনীর দাগনভূঞায় ইয়াবার কথা বলে ডিবি পুলিশ পরিচয়ে গাড়িতে তুলে ছিনতাই এমন কথাই মনে করিয়ে দেয়। ইসলামী ব্যাংকের সোনাগাজীর তাকিয়া বাজার ও কুঠিরহাটের এজেন্ট আবু জাফর শাহীনের ২৮ লাখ টাকা এই পদ্ধতিতেই ছিনতাই করে নিয়েছে একদল দুর্বৃত্ত। অক্টোবর ২২,২০২০ইং বুধবার বিকাল ৩টা।  মাতুভূঞা ইউনিয়নের উত্তর আলীপুর স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন এলাকায় সাদা মাইক্রো নিয়ে অপেক্ষায়  একদল ছিনতাইকারী।

ভুক্তভোগী আবু জাফর শাহীন জানান, দাগনভূঞা ইসলামী ব্যাংক থেকে ২৮ লাখ টাকা উত্তোলন করে একটি ব্যাগে নিয়ে তিনি মোটরসাইকেল যোগে তার এজেন্ট ব্যাংক কুঠিরহাট যাচ্ছিলেন। পথে উত্তর আলীপুর স্কুল অ্যান্ড কলেজের সামনে একটি সাদা প্রাইভেটকার তাকে ব্যারিকেড দেয়। এ সময় ডিবি পুলিশ পরিচয়ে চার যুবক তার ব্যাগের মধ্যে ২০০ পিস ইয়াবা আছে বলে হাতকড়া পরিয়ে গাড়িতে উত্তোলন করে। এক পর্যায়ে ছিনতাইকারীরা তার চোখ বেঁধে টাকার ব্যাগ ও মোবাইল ছিনিয়ে নিয়ে মারধর করে কুমিল্লা বিশ্বরোডের দয়াপুর নামক স্থানে গাড়ি থেকে নামিয়ে দেয়। পরে তিনি দাগনভূঞা থানা পুলিশকে জানান। এ নিয়ে ডিবি পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে। দাগনভূঞা ইসলামী ব্যাংকের ম্যানেজার জাফর উদ্দিন জানান, ভুক্তভোগী আবু জাফর শাহীন সোনাগাজীর তাকিয়া বাজার ও কুঠিরহাট বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট।থানার সার্কেল এএসপি সাইফুল আহমেদ ক্রাইম ডায়রিকে জানান, এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের সহযোগিতায় দাগনভূঞা থানা পুলিশ টাকা উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। ইতোমধ্যে ব্যাংক ও ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মাইনুল ইসলাম। তিনি শীঘ্রই ছিনতাইকারীদের আটক করা  সম্ভব হবে বলে আশাবাদ  ব্যক্ত করেন।

ক্রাইম  ডায়রি // ক্রাইম //জেলা